বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমি বাজারে নিয়ে এলো দেশে তৈরি নোট সিরিজের প্রথম স্মার্টফোন রেডমি নোট-১১। ফোনটিতে আছে শক্তিশালী আপগ্রেড ক্যামেরা সিস্টেম, চার্জিং স্পিড, ডিসপ্লে এবং এসওসি, যা ফোনটিকে দেবে আগের একই পর্যায়ের ফোনের চেয়ে বেশি ও ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স।
মঙ্গলবার (২৯ মার্চ) শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘‘ফ্যানদের কথা মাথায় রেখে বাংলাদেশে আমরা রেডমি নোট ১১ উন্মোচন করেছি। ‘মেক ইন বাংলাদেশ’ প্রকল্পের অধীনে এটি দেশে তৈরি রেডমি নোট সিরিজের প্রথম ফোন। ৯০ হার্জ রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লের সঙ্গে শক্তিশালী হার্ডওয়্যার এবং দীর্ঘস্থায়ী ৫০০০ এমএএইচের ব্যাটারি দেবে স্মুথ পারফরমেন্স ও আরামদায়ক দেখার অভিজ্ঞতা।’
রেডমি নোট ১১ পাওয়া যাচ্ছে গ্রাফাইট গ্রে, টোয়াইলাইট ব্লু ও স্টার ব্লু রঙে। ডিভাইসটির ৪+৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৬ হাজার ৪৯৯ টাকা, ৪+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৭ হাজার ৪৯৯ টাকা এবং ৬+১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ১৮ হাজার ৯৯৯ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।