রেডমি নোট ১১ সিরিজের মোট ৩টি মডেল ইতিমধ্যে চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে এবং গ্লোবাল লঞ্চিং এর জন্য অপেক্ষায় আছে। মডেলগুলো হলো Redmi Note 11, Redmi Note 11 Pro ও Redmi Note 11 Pro+। Redmi Note 11 Pro-তে MediaTek Dimensity 920 চিপসেট দেওয়া হবে। এই প্রসেসরটি 6nm আর্কিটেকচারে তৈরি। আর রেডমি নোট ১১-তেও MediaTek Dimensity 920 চিপসেটই দেওয়া হবে।
Redmi Note সিরিজ ভারত-বাংলাদেশসহ উপমহাদেশে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় । তাই চায়নাতে লঞ্চিং এর আগ থেকেই যথেষ্ট আলোচনায় রয়েছে রেডমি নোট ১১ সিরিজ। নতুন এই স্মার্ট ফোনের দাম কত হতে পারে সেই বিষয়ে ইতিমধ্যেই কিছুটা আন্দাজ করা গিয়েছে।
এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে সেই অনুযায়ী, Redmi Note 11 সিরিজে থাকছে JBL টিউনড স্পিকার, এবং সেগুলি ডুয়াল সিমিট্রিকল। এর হেডফোন জ্যাক 3.5mm-এর।
৩টি স্মার্টফোনেই থাকছে পৃথক পৃথক মেমরি ভ্যারিয়ান্ট। Redmi Note 11 Pro+তে মিলতে পারে 108 মেগাপিক্সেল প্রাইমারি রিয়র লেন্স। এছাড়া ৩টি ফোনেই ক্রেতা পাবেন Corning Gorilla Glass Victus-র সুরক্ষা।
Redmi Note 11 Pro এর বিস্তারিত স্পেসিফিকেশন জিএসএমএরিনা অনুযায়ি নিচে দেওয়া হলো-
বাংলাদেশে রেডমি নোট ১১ প্রো এর দাম: রেডমি নোট ১১ সিরিজের ফোনগুলো বাংলাদেশে এখনো লঞ্চ হয়নি যে কারনে অফিসিয়াল দাম এখনো জানানো সম্ভব না। কিন্তু গ্লোবাল প্রাইস অনুযায়ী বেংলাদেশে Redmi Note 11 Pro এর দাম ৳২৫,০০০ আশেপাশে হতে পারে।
রেডমি নোট ১১ সিরিজের ৩টি ফোনের মধ্যে রেডমি নোট ১১ প্রো ফন্টই সবচেয়ে ভ্যালু ফর মানি’র জন্য সবচেয়ে ভালো হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।