বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হাতেই ফাটল Redmi Note 11T Pro। সম্প্রতি এই ঘটনার ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে চিনে এক Redmi Note 11T Pro গ্রাহকের ফোন ব্যবহারের সময় হাতেই বিস্ফোরণ হয়েছে। এক টুইটার ব্যবহারকারী এই ভিডিও প্রকাশ করেছেন।
হাতেই ফাটল Redmi Note 11T Pro। সম্প্রতি এই ঘটনার ভিডিও ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে চিনে এক Redmi Note 11T Pro গ্রাহকের ফোন ব্যবহারের সময় হাতেই বিস্ফোরণ হয়েছে। এক টুইটার ব্যবহারকারী এই ভিডিও প্রকাশ করেছেন। তবে এই প্রথম নয়। সম্প্রতি ভারতেও Redmi 6A বিস্ফোরণে এক মহিলার মৃত্যুর খবর সামনে এসেছিল। ইতিমধ্যেই সেই ঘটনা প্রতিক্রিয়ায় Xiaomi India ঘটনার তদন্তের কথা জানিয়েছে।
Redmi Note 11T Pro Blast in china.https://t.co/ZLmbTHOxwb#Redmi #RedmiNote11TPro #China pic.twitter.com/rlrbeWD0DW
— Piyush Bhasarkar (भसारकर) (@TechKard) September 13, 2022
সম্প্রতি পীযূষ ভাস্কর নামে এক টুইটার ব্যবহারকারী টিকটক থেকে একটি ভিডিও টুইটারে পোস্ট করেছেন। সেখানে পীযূষ জানিয়েছেন চিনে এই Redmi Note 11T Pro ফোনে বিস্ফোরণ হয়েছে। যদিও এই ঘটনা সম্পর্কে আর কোন তথ্য দিতে পারেননি তিনি। ঠিক কবে এই ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। এই ঘটনায় এখনও Xiaomi-র তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
১৩ সেপ্টেম্বর টুইটারে এই ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে ফোনটিকে খুব খারাপ ভাবে পুড়ে যেতে দেখা গিয়েছে। বিস্ফোরণের ফলে ফোন থেকে ডিসপ্লে খুলে বেরিয়ে আসতে দেখা গিয়েছে ভিডিওতে। ফোনের পিছনে ক্যামেরা বাম্পের নীচে অনেকটা জায়গায় পোড়া দাগ দেখা গিয়েছে।
তেলেগু ইন্ডাস্ট্রি ত্যাগ করার লোমহর্ষক ঘটনা ফাঁস করলেন অমলা পাল
চলতি বছর মার্চে লঞ্চ হয়েছিল Redmi Note 11T Pro। এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে 144 Hz রিফ্রেশ রেট। ফোনের ভিতরে রয়েছে MediaTek Dimensity 8100 চিপসেট। 8 GB RAM ও 256 GB স্টোরেজে এই ফোন কেনা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।