বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত ৩০ নভেম্বর শাওমির Redmi Note 11T সিরিজের ফোন উন্মুক্ত করা হলে এ নিয়ে প্রযুক্তি প্রেমীদের মধ্যে শোরগোল পড়ে যায়। বলা হচ্ছে ভারতের বাজারে এই মুহূর্তে এ ফোনটি অন্যতম একটি ব্রান্ড হিসেবে পরিচিত লাভ করেছে। এমন কী রয়েছে যার জন্য প্রযুক্তি প্রেমীদের কাছে এ ফোনটি ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে। চলুন দেখে নেওয়া যাক-
প্রথমেই ফোনটির বিবরণে আসা যাক : ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি + ৯০ এইচজেড এর ডিসপ্লে সম্বলিত ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৮১০ চিপসেট। ৬/৮ জিবি র্যাম + ৬৪/১২৮ জিবি স্টোরেজ সুবিধা, ৫০ মেগা পিক্সেল+৮ মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা +১৬ মেগ্রা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সঙ্গে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার এবং অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম সঙ্গে এমআইইউআই ১২.৫।
Redmi Note 11T ফোনটিতে রয়েছে ৫জি প্রযুক্তি সুবিধা। ৬/৬৪ র্যাম-রমের ফোনটির দাম ভারতীয় রুপিতে ১৬ হাজার ৯৯৯ টাকা, ৬/১২৮ দাম ১৭ হাজার ৯৯৯ টাকা এবং ৮/১২৮ দাম ১৯ হাজার ৯৯৯ টাকা।
ফোনটির পাওয়ার বাটন খুবই দ্রুত কাজ করে। এছাড়া ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটনের সঙ্গে সংযুক্ত। ফোনটি হালকা পানি প্রতিরোধী, তার অর্থ এই নয় যে ফোনটি আপনি পানির মধ্যে ডুবিয়ে রাখতে পারবেন। ফোনটির অন্যতম সুবিধা দ্রুত সময়ের মধ্যে চার্জ নিতে সক্ষম। মাত্রা আধা ঘণ্টা চার্জে ৫০ শতাংশ চার্জ ওঠে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।