জানুয়ারিতেই বাজারে আসছে রেডমির নতুন স্মার্টফোন, লঞ্চের আগে জানুন দাম ও ফিচার

Redmi Note 12

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে Xiaomi – র জনপ্রিয়তার অন্যতম কারণ Redmi Note সিরিজের ফোনগুলি। প্রতি বছরই Redmi Note সিরিজের নয়া ফোন ভারতে বিক্রির নতুন রেকর্ড তৈরি করে। সম্প্রতি Redmi Note 12 লঞ্চ ঘিরে জল্পনা শুরু হয়েছে।

Redmi Note 12

জানা গিয়েছে ডিসেম্বরেই ভারতে লঞ্চ হতে পারে এই মোবাইল। প্রত্যেক বছর প্রথম ত্রৈমাসিকে ভারতে Redmi Note সিরিজের নয়া ফোন লঞ্চ করে Xiaomi। 2023 সালও ব্যতিক্রম হচ্ছে না। সব ঠিক থাকলে 2023 সালের জানুয়ারিতেই লঞ্চ হয়ে যেতে পারে Redmi Note 12 সিরিজ। যদিও লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ জানতে এখনও কয়েক দিন অপেক্ষা করতে হবে।

ইতিমধ্যেই চিনে লঞ্চ হয়েছে Redmi Note 12 সিরিজের একাধিক ফোন। যদিও রিপোর্টে জানা গিয়েছে ভারতে এই ফোনে পৃথক স্পেসিফিকেশন ব্যবহার হতে পারে। চিনে Redmi Note 12, Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+ ফোনগুলি লঞ্চ করেছে বেজিংয়ের সংস্থাটি। জানা গিয়েছে ভারতে এতগুলি মডেল লঞ্চ করবে না Xiaomi। এই মুহূর্তে ভারতে Redmi Note 11 সিরিজের বিভিন্ন ফোন বিক্রি করে Xiaomi। Redmi Note 11 Pro+ 5G, Redmi Note 11 SE, Redmi Note 11 Pro, Redmi Note 11S, Redmi Note 11 ও Redmi Note 11T 5G মডেলগুলি বিক্রি হচ্ছে এদেশে।

চীনে Redmi Note 12 সিরিজের ফোনগুলিতে কী ফিচার্স রয়েছে? দেখে নিন:

Redmi Note 12 Pro: স্পেসিফিকেশন
এই ফোনেও রয়েছে একই ডিসপ্লে। তবে ফোনের ভিতরে রয়েছে MediaTek Dimensity 1080 চিপসেট, 12 GB RAM ও 256 GB স্টোরেজ। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য রয়েছে 16 MP ক্যামেরা। 5,000 mAh ব্যাটারির সঙ্গে এই ফোনে রয়েছে 67 W ফাস্ট চার্জিং।

Redmi Note 12 Pro+: স্পেসিফিকেশন
এই ফোনের ডিসপ্লেতে রয়েছে HDR 10+ সাপোর্ট। পাবেন MediaTek Dimensity 1080 চিপসেট, 12 GB RAM ও 256 GB স্টোরেজ। এই ফোনে রয়েছে 200 MP প্রাইমারি ক্যামেরা। 5,000 mAh ব্যাটারির সঙ্গে রয়েছে 120 W ফাস্ট চার্জ সাপোর্ট।

Redmi Note 12 সিরিজের দাম

চীনে
Redmi Note 12
-এর দাম শুরু হচ্ছে 1,199 ইউয়ান (প্রায় 13,600 টাকা) থেকে।

Redmi Note 12 Pro
-এর দাম শুরু হচ্ছে 1699 ইউয়ান (প্রায় 19,300 টাকা) থেকে।

স্কুলের বেতন দিতে পারতেন না আমির খানের বাবা

Redmi Note 12 Pro+
এর দাম শুরু হচ্ছে 2,099 ইউয়ান (প্রায় 23,000 টাকা) থেকে।