বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কমদামে দুর্দান্ত ফিচার তুলে দিয়ে বিগত কয়েক বছরে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছে Redmi Note সিরিজের ফোনগুলি। জানুয়ারির প্রথম সপ্তাহেই ভারতে লঞ্চ হয়েছে Note 12 সিরিজ। Redmi Note 12 ছাড়াও এই সিরিজে বাজারে এসেছে Redmi Note 12 Pro ও Redmi Note 12 Pro+। এর মধ্যে সবথেকে সস্তায় বিক্রি হচ্ছে Redmi Note 12। ভারতে এই ফোনের পিছনে রয়েছে 3টি ক্যামেরা। চিনে ডুয়াল ক্যামেরা সহ লঞ্চ হয়েছিল এই ফোন। সস্তায় 5G, ঝকঝকে ডিসপ্লে দিয়ে কি বাজিমাত করতে পারবে রেডমি নোট সিরিজের নতুন ফোন। রোজকার ব্যবহারে কেমন পারফরম্যান্স? দেখে নিন:
বিগত কয়েক বছর ধরেই Redmi Note সিরিজে প্রিমিয়াম ডিজাইন ব্যবহার শুরু করেছে চিনা সংস্থাটি। বিশেষ করে Redmi Note 10 সিরিজ থেকে ডিজাইনে আমূল বদল দেখা গিয়েছিল। Redmi Note 12 ফোনেও সেই ধারা বজায় রেখেছে Xiaomi। এই ফোনের পিছনে রয়েছে কার্ভড ডিজাইন। সঙ্গে রয়েছে প্রিমিয়াম ডিজাইনে ক্যামেরা মডিউল। যা এই ফোনকে আধুনিক লুক দিয়েছে। রয়েছে সিঙ্গেল টোন ফিনিশ। ফোনের ডান দিকে ভলিউম ও পাওয়ার বাটন পাবেন। এছাড়াও নীচে থাকছে USB Type-C পোর্ট, স্পিকার ও মাইক্রোফোন। উপরের দিকে রয়েছে 3.5 mm অডিয়ো জ্যাক ও IR ব্লাস্টার। পাওয়ার বাটনের সঙ্গেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে 120 Hz রিফ্রেশ রেট। 188 গ্রাম ওজন হওয়ার কারণে বড় ডিসপ্লেতে ভিডিয়ো দেখে মজা পাবেন। এছাড়াও AMOLED ডিসপ্লে দেবে ভালো কালার ও কনট্রাস্ট। যা ছবি ভিডিয়ো দেখার অভিজ্ঞতা আরও ভালো করবে। Redmi Note 12 Pro সিরিজের মতো উজ্জ্বল না হলেও Redmi Note 12 ডিসপ্লে ব্যবহার করে কোনও অভিযোগ থাকবে না।
Redmi Note 12 – এ ব্যবহার হয়েছে Snapdragon 4 Gen 1 চিপসেট। সঙ্গে থাকছে 6 GB RAM ও 128 GB স্টোরেজ। যা রোজকার ব্যবহারের জন্য যথেষ্ট। সোশ্যাল মিডিয়া থেকে ওয়েব ব্রাউজিং অথবা বিঞ্জ ওয়াচিংয়ে কোনও সমস্যা হবে না। 120 Hz ডিসপ্লে থাকার কারণে এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার সময় দুর্দান্ত অভিজ্ঞতা পাওয়া যাবে। Netflix, Chrome, YouTube – এর মতো জনপ্রিয় অ্যাপগুলি ব্যবহারে কোনও সমস্যা হয়নি। Asphalt 9, 8 Ball Pool, Subway Surfer – এর মতো জনপ্রিয় গেমগুলি খেলার সময়ও কোনও ল্যাগ দেখা যায়নি। তবে Instagram ব্যবহারে কিছু সমস্যা হয়েছে। একটা মাত্র স্পিকার থাকার কারণে সাউন্ডে সমস্যা মনে হতে পারে। এই দামে একাধিক ফোনে স্টিরিয়ো স্পিকার পাওয়া যায়। তাই এই ফোনেও সেই স্পিকার থাকলে ভিডিয়ো দেখার অভিজ্ঞতা আরও ভালো হত। Android 13 অপারেটিং সিস্টেমের উপরে এই ফোনে চলবে MIUI 13 স্কিন। কয়েক সপ্তাহের মধ্যেই এই ফোনে Android 13 আপডেট পৌঁছে যাবে।
ভারতের গ্রাহকরা নতুন ফোন কেনার সময় ক্যামেরার দিকে বিশেষ নজর দেন। সেই কারণে চিনে ডুয়াল ক্যামেরা সহ এই ফোন লঞ্চ হলেও ভারতে Redmi Note 12 – এ থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা। 48 MP প্রাইমারি ক্যামেরার সঙ্গে ফোনের পিছনে রয়েছে 8 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ম্যাক্রো ক্যামেরা। তবে 2 MP ম্যাক্রো ক্যামেরায় খুব খারাপ ছবি উঠবে। অন্যদিকে প্রাইমারি ক্যামেরায় ভালো ছবি উঠবে। দিনের আলোতে Redmi Note 12 এ তোলা ছবি ও iPhone 14 – এ তোলা ছবিতে পার্থক্য করতে সময় লাগবে। তবে কিছু ক্ষেত্রে Redmi Note 12 তোলা ছবি ওভার এক্সপোজ হয়ে যাবে। আলট্রা ওয়াইড ক্যামেরাতেও একই ধরনের ছবি উঠবে। তবে এই ক্যামেরায় তোলা ছবিতে একটু বেশি নয়েজ দেখা যাবে। যদিও বেশিরভাগ সময় সঠিক কালার ক্যাপচার করতে পারে না এই ক্যামেরা। সেলফি তোলার জন্য রয়েছে 13 MP ক্যামেরা। সেলফি তোলার সময় এই ক্যামেরা আপনাকে হতাশ করবে না।
Redmi Note 11 – এর সঙ্গে নতুন ফোনের ব্যাটারি ও চার্জিং স্পিডে কোনও পার্থক্য নেই। অর্থাৎ Redmi Note 12 – তে থাকবে 5,000 mAh ব্যাটারি। সঙ্গে রয়েছে 33 W ফাস্ট চার্জ সাপোর্ট। বাক্সের মধ্যেই ফাস্ট চার্জার থাকবে। ফলে অতিরিক্ত খরচ করে চার্জার কিনতে হবে না। এক ঘণ্টার কিছু বেশি সময়ে Redmi Note 12 – এর ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।