বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রেডমি নোট ১২ ৫জি ফোনের টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। রেডমি নোট ১২ সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জানুয়ারি, অর্থাৎ নতুন বছরে। তিনটি নতুন ফোন লঞ্চ হবে এই সিরিজে।
রেডমি নোট ১২, রেডমি নোট ১২ প্রো, রেডমি নোট ১২ প্রো প্লাস- এই তিনটি ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রেডমি নোট ১২ ফোনের দাম সবচেয়ে কম হবে আর রেডমি নোট ১২ প্রো প্লাস ফোনের দাম সবচেয়ে বেশি, এমনটাই অনুমান করা হচ্ছে।
চিনে ইতিমধ্যেই রেডমি নোট ১২ ফোন লঞ্চ হয়েছে। তবে ভারতে যে ফোন লঞ্চ হবে তার সঙ্গে পার্থক্য রয়েছে চিনের মডেলের। প্রসঙ্গত উল্লেখ্য, চিনে রেডমি নোট ১২ লঞ্চ হয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে। তবে ভারতে এই ফোন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ নিয়ে লঞ্চ হতে চলেছে। এই পার্থক্য ছাড়া আর বেশি কিছু পার্থক্য থাকবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। বাকি সমস্ত স্পেসিফিকেশন একই থাকবে বলে অনুমান করা হচ্ছে।
অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে রেডমি নোট ১২ ৫জি ফোনের টিজার প্রকাশ হয়েছে। সেখানে দেখা গিয়েছে, এই ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। চিনে লঞ্চ হওয়া ফোনেও একই ফিচার রয়েছে। বাকি ক্যামেরা ফিচার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি। অ্যামাজনের ওই টিজারে বলা হয়েছে রেডমি নোট ১২ ৫জি ফোন একটি AMOLED প্যানেল রয়েছে। তার উপরের বর্ডারের দিকে মাঝ বরাবর রয়েছে পাঞ্চ-হোল ডিজাইন। একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকবে এই ফোনে। রেডমি নোট ১২ ৫জি ফোন এ যাবৎ লঞ্চ হওয়া রেডমির সবচেয়ে স্লিম মডেল হতে চলেছে।
চিনে মোট চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে এই ফোন। এর মধ্যে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম চিনে ছিল ১৩,৫০০ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হতে চিনে ছিল (ভারতীয় মুদ্রায়) যথাক্রমে ১৪,৫০০ টাকা, ১৭ হাজার টাকা এবং ১৯,৩০০ টাকা। ভারতে রেডমি নোট ১২ ৫জি ফোনের দাম কোন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে ভারতের মডেলে ভাল মানে ক্যামেরা থাকার কারণে হয়তো বেস ভ্যারিয়েন্টের দাম ১৫ হাজার টাকার কাছাকাছি থাকতে পারে।
নতুন বছরের শুরুতেই ভারতে বেশ কিছু ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় যুক্ত হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। স্যামসাং গ্যালাক্সি এফ১৩ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ফোন। নতুন বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহেই এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। তবে কবে এই ফোন লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও জানা যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।