বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বাজারে আসছে রেডমি নোট 12 টার্বো। শাওমির নতুন স্মার্টফোন। লঞ্চ হওয়ার আগেই স্মার্টফোনের ফিচার্স নজর কাড়ল ইউজারদের। তার উপর সংস্থা সম্প্রতি দাবি করেছে, রেডমির এই স্মার্টফোন জনপ্রিয় প্রিমিয়াম মডেল আইফোনের 14 এর থেকেও হালকা। রেডমি নোট 12 টার্বোর ওজন 181 গ্রাম। যেখানে আইফোন 14 প্লাসের ওজন 203 গ্রাম।
কিছুদিন আগে এই স্মার্টফোনের একঝলক প্রকাশ করেছেন সংস্থার জেনারেল ম্যানেজার লু উইবিং। রেডমি নোট 12 টার্বো এর লুক ও ফিচার্স দেখে দারুণ উত্সাহী রেডমি-প্রেমীরা। মার্চ 28 তারিখে অর্থাৎ আজকে এই স্মার্টফোনটি লঞ্চ করছে শাওমি। আপাতত চিনের বাজারে বিক্রি হবে রেডমি নোট 12 টার্বো।
রেডমি নোট 12 টার্বো স্পেসিফিকেশন
6.67 ইঞ্চি ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনে। মিলবে 120 হার্টজ রিফ্রেশ রেট। স্মার্টফোনের সামনে রয়েছে পাঞ্চ হোল কাট-আউট যেখানে সেলফির জন্য ফ্রন্ট ক্যামেরা দিয়েছে রেডমি। স্মার্টফোনে প্রসেসর মিলবে স্ন্যাপড্রাগন 7 জেন 2 চিপসেট। স্মার্টফোনটি রেডমি-প্রেমীদের কাছে আরও স্পেশাল হতে পারে এটির র্যাম ও স্টোরেজের জন্য।
রেডমি নোট 12 টার্বো-তে র্যাম মিলবে 12 জিবি পর্যন্ত। আর ইন্টারনাল স্টোরেজ 256 জিবি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে 1 টিবি পর্যন্ত সম্প্রসারণ করা যাবে। অপারেটিং সফটওয়্যার থাকছে অ্যান্ড্রয়েড 13। কানেক্টিভিটির জন্য মিলবে 5G, 4G এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট।
স্মার্টফোনে ক্যামেরা মিলবে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা সঙ্গে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনের সামনে উপস্থিত 16 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।
ব্যাটারি নিয়ে বড় দাবি শাওমির
বর্তমানে সব স্মার্টফোনেই পাওয়া যায় ফাস্ট চার্জিং এবং বেশি এমএএইচ এর ব্যাটারি ক্যাপাসিটি। ব্যস্ত জীবনে যা অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে ইউজারদের জন্য। সেই কথা মাথায় রেখে এই ফোনে শাওমি দিয়েছে 5,000 এমএএইচ ব্যাটারি সঙ্গে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। সংস্থার দাবি, দ্রুত চার্জ হওয়ার পাশাপাশি স্মার্টফোনটি ফুল চার্জে 1.33 দিন পর্যন্ত চলতে পারবে। যা এক্ষেত্রে বড় চমক হতে চলেছে।
এই স্মার্টফোনটি এই সিরিজের পঞ্চম মডেল। এর আগে নোট সিরিজে লঞ্চ হয়েছে – রেডমি নোট 12 5G, রেডমি নোট 12 প্রো 5G, নোট 12 প্রো প্লাস, রেডমি নোট 12 প্রো স্পিড এডিশন। এবার লঞ্চ হতে চলেছে রেডমি নোট 12 টার্বো এডিশন 5G। আশা করা হচ্ছে, আগামীদিনে ভারত সহ এশিয়া ও ইউরোপের অন্যান্য দেশেও এই স্মার্টফোন লঞ্চ করবে শাওমি।
শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ফিচার্স নিয়ে হাজির নোকিয়া সি১২ প্রো
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।