বাজেট দামে দূর্দান্ত ফিচারের স্মার্টফোন নিয়ে এলো রেডমি

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হ্যান্ডসেটটিতে রয়েছে একটি 6.6 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 144Hz। সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে। শক্তিশালী একটি 5,080mAh ব্যাটারি রয়েছে, যা 67W ওয়্য়ার্ড চার্জিং সাপোর্ট করে।

Redmi Note 12T Pro: স্টোরেজ ও দাম

এই ফোনটি লঞ্চ করা হয়েছে মোট তিনটি স্টোরেজ ভার্সনে। তাদের মধ্যে 8GB + 128GB মডেলের দাম 1599 Yuan, ভারতীয় মুদ্রায় যা 18,660 টাকা। ফোনের 8GB + 256GB মডেলের দাম 1699 Yuan বা 19,830 টাকা, 12GB + 256GB মডেলের দাম 1799 Yuan বা 20,990 টাকা। এক্কেবারে হাই-এন্ড মডেল অর্থাৎ 12GB + 512GB মডেলের দাম 1999 Yuan বা 23,300 টাকা প্রায়। 31 মে থেকে চিনের মানুষজন ফোনটি ক্রয় করতে পারবেন। ভারতে এই হ্যান্ডসেট কবে নাগাদ লঞ্চ করবে, সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।