বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এই বছরের শুরুতে রেডমি ভারতে তাদের নোট সিরিজের Redmi Note 13 Pro+ 5G স্মার্টফোন লঞ্চ করেছিল, যা 31,999 টাকা দামে সেল করা হয়। এবার কোম্পানির পক্ষ থেকে Xiaomi Fan Festival উপলক্ষে এই ফোনটির নতুন Redmi Note 13 Pro+ 5G Xiaomi Fan Festival Special Edition বাজারে আনা হয়েছে। এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল।
Redmi Note 13 Pro+ 5G ফোনের একটি বিশেষ XFF অর্থাৎ Xiaomi Fan Festival LOGO লাগানো হয়েছে। এটি ফোনের ব্যাক প্যানেলে Mystic Silver কালারে দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে সিলভার ফিল্মের কোটিং করা হয়েছে এবং এর ওপর গ্লাস লেয়ার রয়েছে। Redmi Note 13 Pro+ 5G ফোনের এই স্পেশাল এডিশনের সঙ্গে বেশ কিছু শাওমি ফ্যান ফেস্টিভ্যাল স্তিকার দেওয়া হচ্ছে। এছাড়াও এই ফোনে exclusive wallpapers পাওয়া যাবে। আপাতত এই স্পেশাল এডিশন ফোনটি মালয়েশিয়াতে সেল করা হবে।
ডিসপ্লে: এই ফোনে 2712 x 1220 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5কে ডিসপ্লে দেওয়া হয়েছে। এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশ রেট, 240 হার্টস টাচ স্যাম্পেলিং রেট, 1920 পিডব্লিউএম ডিমিং এবং 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: Redmi Note 13 Pro+ ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা অক্টাকোর প্রসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য এতে এআরএম জি610 এমসি4 জিপিইউ দেওয়া হয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে OIS ও EIS ফিচার সহ 1/1.4″ মাপের ও এফ/1.65 অ্যাপার্চারযুক্ত 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এই সেটআপে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি তোলা, রীল করা এবং ভিডিও কলের জন্য Redmi Note 13 Pro Plus 5G ফোনে এফ/2.45 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 1080p@60fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম।
ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 120 ওয়াট হাইপার চার্জ ফিচার সহ 5,000 এমএএইচ ব্যাটারি রয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনটি মাত্র 19 মিনিটের মধ্যে 0 থেকে 100% পর্যন্ত চার্জ হতে পারে। ফাস্ট চার্জিঙের পাশাপাশি ব্যাটারির সুরক্ষার জন্য এই ফোনে Xiaomi Surge P1 চিপ দেওয়া হয়েছে। এই ফোনটি স্মার্ট চার্জিং ইঞ্জিন সাপোর্ট করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।