বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শাওমি তাদের হোম মার্কেট চীনে তাদের নোট 13 সিরিজ পেশ করেছে। এই সিরিজে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ নামের তিনটি ফোন লঞ্চ করা হয়েছিল। এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনগুলি গ্লোবাল মার্কেটে লঞ্চের প্রস্ততি নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সিরিজের Note 13 Pro ফোনটি NBTC সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে, যার ফলে খুব তাড়াতাড়ি এই ফোন আন্তর্জাতিক বাজারে পেশ করা বলে বলে ধরা হচ্ছে। নিচে এই লিস্টিং সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy A15 5G এর রেন্ডার ইমেজ, দেখে নিন ডিজাইন
Redmi Note 13 Pro এর NBTC লিস্টিং
থাইল্যান্ডের সার্টিফিকেশন সাইট NBTC-তে Redmi Note 13 Pro ফোনটি 23117RA68G মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে।
লিস্টিং ইমেজে দেখা যাচ্ছে ফোনটির নাম স্পষ্টভাবে Redmi Note 13 Pro লেখা রয়েছে।
এই ফোনটি 4জি কানেক্টিভিটি সাপোর্টেড হতে পারে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটি ভারত সহ গ্লোবাল বাজারে 4জি এবং 5জি উভয় ভার্সনে পেশ করা হতে পারে।
জানিয়ে রাখি NBTC প্ল্যাটফর্মে এই ফোনের নাম এবং মডেল নাম্বার ছাড়া অন্য কোনো তথ্য জানানো হয়নি।
এই ফোন সম্পর্কে অন্যান্য তথ্যের জন্য এখন ব্র্যান্ডের অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।
Redmi Note 13 Pro এর স্পেসিফিকেশন (চীন)
ডিসপ্লে: Redmi Note 13 Pro ফোনে 6.67 ইঞ্চি ফুলএইচডি+ এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট এবং 1800 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। গ্লোবাল মডেলেও এই একই প্রসেসর থাকবে বলে জানা গেছে।
স্টোরেজ: চীনের বাজারে Redmi Note 13 Pro ফোনটির পাঁচটি স্টোরেজ মডেল পেশ করা হয়েছে। চীনে এই ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ, 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 512GB স্টোরেজ এবং 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হয়।
আধাঘণ্টা পরপরই মনে পড়ছে, বিশ্বকাপ জয়ের মোহ এখনো কাটেনি: কামিন্স
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রি =পল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 200MP স্যামসাং ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য দুটি ফোনে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং মিইউআই 14 এ কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।