বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছরে যেন আরও উদ্যম নিয়ে কাজ শুরু করেছে রেডমি। তাদের প্রতিটা ফোনে রয়েছে অত্যাধুনিক সব ফিচার। সম্প্রতি Redmi Note 13 Pro Max 5G লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে। ফোনটি স্লিম ডিজাইন এবং দুর্দান্ত ফিচারের জন্য ইতিমধ্যে সুখ্যাতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি এই স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেলের শক্তিশালী সেলফি ক্যামেরা ইনস্টল করেছে, যার সাহায্যে এই স্মার্টফোনটি আধুনিক ক্যামেরার স্মার্টফোনের চেয়ে অনেক ভালো প্রমাণিত হতে পারে।
রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি স্মার্টফোনটি ২০২৩ সালে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে জানা গিয়েছে। ফোনে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ব্যাক ক্যামেরা ব্যবহার করবে প্রতিষ্ঠানটি, এমনটাই জানা গিয়েছে। সম্ভাবনা সত্যি হলে বাজারে। পাওয়া বহু স্মার্টফোনের বিক্রি কমার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। চলতি বছর যারা নতুন ফোন কেনার কথা ভাবছেন, তাদের জন্য রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি ভালো বিকল্প হতে পারে।
আধুনিক প্রযুক্তির রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জিতে পাবেন ৫২০০ এমএএইচ এর ব্যাটারি যা ১৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া ২০০ মেগাপিক্সেল + ৬০ মেগাপিক্সেল + ৪৮ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল সেন্সর সেটআপ থাকতে চলেছে। ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
রেডমির নতুন রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জিতে থাকছে দারুণ ৬.৭ ইঞ্চি ডিসপ্লে। যা সম্পূর্ণ সুপার অ্যামোলেড ফিচার যুক্ত। সেই সঙ্গে রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্জ। অক্টা-কোর প্রসেসর ইনস্টল করা থাকতে পারে। সেই সঙ্গে পাবেন ৭২০ জি স্ন্যাপড্রাগন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।