বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ক্রমে উন্নত হচ্ছে আমাদের প্রযুক্তি। ২জি জমানা ছেড়ে ভারতে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে। যার ফলে ৫জি মোবাইল ফোন বিক্রির হার আগের থেকে বেড়েছে অনেকটাই। এমন পরিস্থিতিতে আপনিও যদি ৫জি স্মার্টফোন কিনতে চান তাহলে রেডমির ফোন হতে পারে ভালো অপশন। আধুনিক সব ফিচারের সঙ্গে সাশ্রয়ী মূল্যে পেয়ে যাবেন দুর্দান্ত স্মার্টফোন।
রেডমি কোম্পানির বহু আলোচিত একটি স্মার্টফোনট রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি। রেডমি কোম্পানির আসন্ন স্মার্টফোনটি শীঘ্রই ভারতীয় বাজারে ঝড় তুলবে বলে আশা করা হচ্ছে। এই ফোনে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
যা আপনি ১২০ হার্জ রিফ্রেশ রেটে দেখতে পারবেন। এই ফোনের ভিতরে অক্টা-কোর প্রসেসর সহ স্ন্যাপড্রাগন চিপসেট থাকার কথা রয়েছে। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম থাকার সম্ভাবনা বেশি।
রেডমি নোট ১৩ প্রো ম্যাক্স ৫জি ফোনটিতে ৫০০০ এমএএইচ- এর শক্তিশালী ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড হতে পারে। এর পাশাপাশি ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৬০ মেগাপিক্সেল ডেপথ সেন্সর, ২ মেগাপিক্সেল মাইক্রোলেন্স এবং এর সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে।প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই স্মার্টফোনটি শীঘ্রই ভারতীয় মোবাইল বাজারে চালু হতে পারে।
ভিসা না পেয়ে ভারতীয় বাগদত্তাকে অনলাইনে বিয়ে করলেন পাকিস্তানের তরুণী
অনেকের ধারণা, ভারতীয় বাজারে ফোনটির দাম হতে পারে কুড়ি হাজার টাকা। তবে ফোনটি কবে নাগাদ বিশ্ব বাজারে লঞ্চ করা হবে সে প্রসঙ্গে আপাতত অফিসিয়ালি কিছু জানা যায়নি। বিভিন্ন স্টোরেজ অপশনের সঙ্গে ফোনটি বাজারে ছাড়া হতে পারে বলে অনুমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।