বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন বছরের শুরুতে ভারতে নয়া ফোন লঞ্চ করতে চলেছে রেডমি সংস্থা। আগামী ৪ জানুয়ারি ভারতে রেডমি নোট ১৩ প্রো ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে। চিনে ইতিমধ্যেই এই ফোন লঞ্চ হয়েছে, সঙ্গে ছিল রেডমি নোট ১৩ এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস এই দুই মডেল। রেডমি নোট ১৩ সিরিজের স্মার্টফোনগুলি এবার ভারতে বাজারে লঞ্চ হবে ৪ জানুয়ারি, ২০২৪- এ। চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলা ভ্যারিয়েন্টের ফিচার, ডিজাইন এবং স্পেসিফিকেশনে মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি রেডমি নোট ১৩ প্রো ফোনের ভারতে দাম কত হতে পারে সেই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছে।
টিপস্টার অভিষেক যাদবের দাবি, রেডমি নোট ১৩ প্রো ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ভারতের বাজারে হতে পারে ৩২,৯৯৯ টাকা। একথা এক্স মাধ্যমে তিনি প্রকাশও করেছেন। অন্যান্য কনফিগারেশনে এই ফোন ভারতে লঞ্চ হবে কিনা সেই প্রসঙ্গে টিপস্টার কোনও তথ্য প্রকাশ করেননি। এর পাশাপাশি রেডমি নোট ১৩ এবং রেডমি নোট ১৩ প্রো- এই দুই ফোনের দাম ভারতে কত হতে পারে সেই ব্যাপারেও কিছু জানা যায়নি এখনও। প্রসঙ্গত উল্লেখ্য, এই দুই ফোনও ৪ জানুয়ারিই ভারতে লঞ্চের কথা রয়েছে।
চিনে লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ প্রো ফোন
কালো, নীল, রুপোলি এবং সাদা- এই চারটি রঙে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১৩ প্রো ফোন। মোট পাঁচটি ভ্যারিয়েন্টে এই ফোন লঞ্চ হয়েছিল চিনে। ভারতে কী কী রঙে লঞ্চ হবে এবং কোন কোন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকবে তা এখনও জানা যায়নি। এবার চিনে লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ প্রো ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনগুলি একনজরে দেখে নেওয়া যাক।
* এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1.5K ফুল এইচডি প্লাস AMOLED প্যানেল রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এর উপরে সুরক্ষার খাতিরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14- র সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর।
* ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 প্রাইমারি সেনসর রয়েছে যেখানে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
* এই ফোনে একটি ৫১০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।