বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি নোট ১৩ সিরিজ। আগামী বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এই স্মার্টফোন সিরিজ দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। রেডমি নোট ১৩ ৫জি (Redmi Note 13 5G) সিরিজের বেস মডেল ছাড়াও থাকতে চলেছে রেডমি নোট ১৩ প্রো এবং রেডমি নোট ১৩ প্রো প্লাস। এবছর সেপ্টেম্বর মাসে এই স্মার্টফোন সিরিজ চিনে লঞ্চ হয়েছে। এবার ২০২৪ সালের ৪ জানুয়ারি লঞ্চ হতে চলেছে ভারতে। রেডমি সংস্থার তরফেই এই দিনক্ষণ প্রকাশ করা হয়েছে।
চিনে লঞ্চ হওয়া রেডমি নোট ১৩ ৫জি সিরিজের তিনটি মডেলেই রয়েছে ৬.৬৭ ইঞ্চির 1.5K full-HD+ AMOLED ডিসপ্লে। তার উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। রেডমি নোট ১৩ প্রো প্লাস ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর। আর রেডমি নোট ১৩ প্রো ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর। এছাড়াও রেডমি নোট ১৩ ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। ভারতে রেডমি নোট ১৩ ৫জি সিরিজের তিনটি ফোনই লঞ্চ হতে চলেছে। দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার : এই স্মার্টফোন সিরিজের ফোনগুলি পরিচালিত হতে পারে Android 13-based MIUI 14- এর সাহায্যে। এই সিরিজের তিনটি ফোনেই ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে।
চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে মিল থাকার সম্ভাবনা রয়েছে ভারতে লঞ্চ হতে চলা মডেলগুলির। তাই এইসব ফোনেও ৬.৬৭ ইঞ্চির 1.5K full-HD+ AMOLED ডিসপ্লে থাকতে পারে। চিনে রেডমি নোট ১৩ ৫জি সিরিজের ফোনগুলি যে সমস্ত প্রসেসর নিয়ে লঞ্চ হয়েছে সেগুলির মতোই প্রসেসর থাকতে পারে ভারতে লঞ্চ হতে চলা ফোনেও।
রেডমি ণোট ১৩ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে প্রো মডেলগুলিতে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকার সম্ভাবনা রয়েছে এবং সেখানে ২০০ মেগাপিক্সেলের Samsung ISOCELL HP3 প্রাইমারি সেনসর এবং অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট থাকতে পারে। ফ্রন্ট ক্যামেরা সেনসরের ক্ষেত্রে চিনের ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলার ফোনের মিল রয়েছে বলে অনুমান করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।