বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমির সাব ব্র্যান্ড রেডমির Note 13 5G সিরিজ যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। ভারতের বাজারে এই সিরিজের অধীনে Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus ফোন সেল করা হয়। বর্তমানে ব্র্যান্ডের পক্ষ থেকে এই তিনটি ফোনের দামেই ব্যাঙ্ক অফার ঘোষণা করা হয়েছে। এর ফলে ফোন তিনটি লঞ্চ প্রাইসের চেয়ে কম দামে সেল করা হচ্ছে। নিচে এই তিনটি ফোনের দাম ও অফার সম্পর্কে আলোচনা করা হল।
Redmi Note 13 5G ফোনের অফার এবং দাম
Note 13 5G সিরিজের সবচেয়ে লো মডেল Redmi Note 13 5G ফোনটির দামে ইউজাররা 1,000 টাকা ICICI এবং SBI ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। এই ডিসকাউন্ট ছাড়াও 6 মাসে নো কস্ট EMI এবং 1,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। নিচে এই ফোনের দুটি ভেরিয়েন্টের ডিটেইলস জানানো হল।
* 6GB+128GB মডেলের দাম: 13,999 টাকা
* অফারে দাম: 12,999 টাকা
* 8GB+128 GB মডেলের দাম: 15,499 টাকা
* অফারে দাম: 14,499 টাকা
Redmi Note 13 Pro ফোনের অফার এবং দাম
Redmi Note 13 Pro ফোনের প্রাথমিক দাম 21,999 টাকা। ফোনটির দামে ICICI এবং SBI ব্যাঙ্কের কার্ড ইউজারদের 3,000 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হবে। এছাড়াও এক্সচেঞ্জ ভ্যালু হিসাবে 3,000 টাকা পর্যন্ত বোনাস পাওয়া যাবে।
* 8GB+128GB মডেলের দাম: 24,999 টাকা
* অফারে দাম: 21,999 টাকা
* 8GB+256GB মডেলের দাম: 26,999 টাকা
* অফারে দাম: 23,999 টাকা
* 12GB+256GB মডেলের দাম: 27,999 টাকা
* অফারে দাম: 24,999 টাকা
Redmi Note 13 Pro Plus ফোনের অফার এবং দাম
Redmi Note 13 Pro Plus ফোনটি এই সিরিজের টপ মডেল। এই ফোনের দামেও ICICI এবং SBI ব্যাঙ্ক ইউজাররা 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন। এছাড়াও 3,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস পাওয়া যাবে।
* 8GB+256GB মডেলের দাম: 29,499 টাকা
* অফারে দাম: 26,499 টাকা
* 12GB+256GB মডেলের দাম: 31,499 টাকা
* অফারে দাম: 28,499 টাকা
* 12GB+512GB মডেলের দাম: 33,499 টাকা
* অফারে দাম: 30,499 টাকা
Redmi Note 13 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi Note 13 5G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এমোলেড এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 চিপসেট যোগ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ফোনটিতে 100 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Redmi Note 13 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
Redmi Note 13 Pro 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi Note 13 Pro 5G ফোনে 6.67 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট ও 1800 নিট ব্রাইটনেস সাপোর্ট করে। প্রসেসর: এই ফোনে স্ন্যাপড্রাগন 7এস জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,100mAh ব্যাটারি যোগ করা হয়েছে। Redmi Note 13 Pro+ 5G ফোনের স্পেসিফিকেশন ডিসপ্লে: Redmi Note 13 Pro+ 5G ফোনে 6.67-ইঞ্চির 1.5K + AMOLED ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট ও কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস প্রোটেকশন যোগ করা হয়েছে।
প্রসেসর: Redmi Note 13 Pro Plus ফোনে MediaTek Dimensity 7200 Ultra প্রসেসর দেওয়া হয়েছে। ক্যামেরা: এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে OIS সহ 200MP স্যামসাঙ ISOCELL HP3 প্রাইমারি, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এবং 2MP ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। ব্যাটারি: Redmi Note 13 Pro+ ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।