বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে Redmi Note 13, Note 13 Pro এবং Note 13 Pro+ ফোনগুলি যথাক্রমে 17,999 টাকা, 25,999 টাকা এবং 31,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এবার খবর পাওয়া যাচ্ছে কোম্পানি তাদের ‘নোট 13’ সিরিজের আরও একটি নতুন ফোনে কাজ করছে এবং এই ফোনটি Redmi Note 13 Turbo নামে পেশ করা হবে। নিচে এই রেডমি ফোনের ডিটেইলস সম্পর্কে বিস্তারিত জানানো হল।
Redmi Note 13 Turbo ফোনের প্রসেসর
Qualcomm সম্প্রতি তাদের নতুন চিপসেট Snapdragon 8s Gen 3 লঞ্চ করেছে। এই প্রসেসরটি মার্কেটে আসার সঙ্গে সঙ্গেই Redmi ঘোষণা করে জানিয়ে দিয়েছে তাদের নতুন মোবাইলটি এই চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে। এখনও পর্যন্ত এই ফোনের নাম কনফার্ম করা হয়নি তবে লিক অনুযায়ী Redmi Note 13 Turbo ফোনটিতে স্ন্যাপড্রাগন 8এস জেন 3 আক্টাকোর প্রসেসর থাকতে পারে। এই চিপসেট 4 নেনমিতার ফেব্রিকেশনে তৈরি হবে এবং 3.0GHz ক্লক স্পীডে কাজ করে।
Redmi Note 13 Turbo ফোনের স্পেসিফিকেশন
Snapdragon 8s Gen 3
Android 14 + HyperOS
6,000mAh battery
80W fast charging
6.78″ 144Hz 1.5K OLED display
অপারেটিং সিস্টেম: রেডমি নোট 13 টার্বো স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার ওএস সহ লঞ্চ করা হতে পারে।
ব্যাটারি: লিক অনুযায়ী রেডমি নোট 13 টার্বো ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে। এছাড়া এই শক্তিশালী ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হতে পারে। এই ফোনটি ওয়্যারলেস চার্জিং ফিচারও সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
ডিসপ্লে: রেডমি নোট 13 টার্বো ফোনে 6.78 ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। লিক থেকে জানা গেছে 1.5কে রেজোলিউশন সাপোর্টেড এই পাঞ্চ হোল ডিসপ্লে ওএলইডি প্যানেল দিয়ে তৈরি করা হতে পারে। এছাড়াও এই স্ক্রিনে 144 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।