গ্লোবাল মার্কেটে লঞ্চ হল Redmi Note 14 Pro 4G, জেনে নিন বিস্তারিত

Redmi Note 14 Pro 4G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত মাসে ভারতে Redmi Note 14 সিরিজের অধীনে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Pro+ 5G নামের তিনটি ফোন লঞ্চ হয়েছিল। 5G Redmi ফোনের পর এবার কোম্পানি গ্লোবাল বাজারে সিরিজের দুটি 4G ফোন পেশ করেছে। ইউএসের মার্কেটে ফোনদুটি Redmi Note 14 4G এবং Note 14 Pro 4G নামে লঞ্চ করা হয়েছে। এই পোস্টে Redmi Note 14 Pro 4G ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

Redmi Note 14 Pro 4G

Redmi Note 14 Pro 4G ফোনের স্পেসিফিকেশন
* 6.67″ Curved AMOLED Screen
* MediaTek Helio G100-Ultra
* 12GB RAM + 512GB Storage
* 200MP Back camera
* 32MP Front camera
* 45W 5,500mAh Battery

ডিসপ্লে
Redmi Note 14 Pro 4G ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির Full HD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। কার্ভ AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 240Hz টাচ স্যাম্পেলিং রেট, 1920JHz PWM ডিমিং এবং 1800nits ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে Gorilla Glass Victus 2 প্রটেকশন রয়েছে।

পারফরমেন্স
Redmi Note 14 Pro 4G ফোনটি Android 14 এবং Xiaomi Hyper OS সহ পেশ করা হয়েছে। এতে 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Helio G100 Ultra অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে।

স্টোরেজ
Redmi Note 14 Pro 4G ফোনটি 8GB RAM এবং 12GB RAM অপশনে পেশ করা হয়েছে। গ্লোবাল মার্কেটে ফোনটির 128GB, 256GB এবং 512GB স্টোরেজ ভেরিয়েন্ট সেল করা হবে। ফোনটির স্টোরেজ মেমরি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। এতে LPDDR4X RAM এবং UFS 2.2 storage টেকনোলজি রয়েছে।

ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Redmi Note 14 Pro 4G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.65 অ্যাপার্চারযুক্ত 200MP OIS প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ওঁ ভিডিও কলের জন্য ফোনটিতে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 14 Pro 4G ফোনে 5,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এই ফোনে 45W ফাস্ট চার্জিং ফিচার ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার
জল ওঁ ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে। বিনোদনের জন্য এই ফোনে 3.5mm হেডফোন জ্যাক ও Dolby Atmos স্টেরিও স্পিকার যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে 5GHz Wi-Fi 6 ও Bluetooth 5.3 সহ NFC ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে Infrared sensor রয়েছে। এই ফোনটির থিকনেস 8.24mm এবং ওজন 180 গ্রাম।