লঞ্চ হবার আগেই ফাঁস শাওমির নতুন ফোনের ফিচার, আইফোনকেও টেক্কা দিবে এই ফোন

Redmi Note 14 Pro Max 5G

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমির ৫০ ওয়াট ফাস্ট চার্জার কয়েক মিনিটের মধ্যে চার্জিং সমস্যার সমাধান করতে পারবে বলে আশা করা হচ্ছে। শাওমি ১৪ প্রো-এর একের পর ফিচার ফাঁস হয়েছে সম্প্রতি। ফোনটির মূল স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Redmi Note 14 Pro Max 5G

সংস্থার ১৪ সিরিজটি তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির পরবর্তী প্রজন্ম হতে চলেছে। এই বছরের শেষের দিকে শাওমির নতুন ফোনগুলো লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। দারুণ প্রসেসর ও শক্তিশালী ব্যাটারি পেতে চলেছে ফোনটি।

এই ফোনে কোয়ালকমের পরবর্তী প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এসওসি প্রসেসর থাকবে। এ ছাড়া শোনা যাচ্ছে, ফোনটিতে থাকবে ৫ হাজার এমএএইচ-এর ব্যাটারি থাকবে। যা ৫০ ওয়াট ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করতে সক্ষম। আরও মনে করা হচ্ছে যে ফোনটি ৯০ ওয়াট এবং ১২০ ওয়াটের মতো দুটি পৃথক তারযুক্ত ফাস্ট চার্জিং সমর্থন করতে পারবে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শাওমি ১৪ প্রো ডাব্লুলজি হাই লেন্স ক্যামেরার সাথে ক্যামেরা মডিউলে উন্নত আপগ্রেড থাকবে। ডিজাইনের দিক থেকে শাওমি ১৪ প্রো দুটি ভার্সন বাজারে নিয়ে আসবে। যার মধ্যে ফ্ল্যাট ডিসপ্লে এবং কার্ভড ডিসপ্লে ভ্যারিয়েন্ট থাকবে। দুটি সংস্করণ দুটি ভিন্ন ফাস্ট চার্জিং রেট সাপোর্ট করতে পারবে বলে আশা করা হচ্ছে।

শাহরুখ খানের কোন সিনেমার কত আয়

শাওমি কোম্পানি একের পর এক স্মার্ট গ্যাজেটস বাজারে প্রকাশ করেছে। এরপর শাওমি তাদের নতুন স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। চীনা টেক জায়ান্ট এখনও আনুষ্ঠানিকভাবে এই ডিভাইসের সম্পর্কে সরকারীভাবে কিছু ঘোষণা করেনি। টিপস্টার এই তথ্য ওয়েইবোতে শেয়ার করেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, শাওমি ১৪ প্রো এসএম-তে থাকবে ৮৬৫০ চিপ।