এই মাসে লঞ্চ হতে পারে Redmi Note 14 সিরিজের, জেনে নিন বিস্তারিত

Redmi Note 14 Pro

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : শাওমির সাব ব্র্যান্ড রেডমি চীনে তাদের জনপ্রিয় Note 14 সিরিজ লঞ্চের ঘোষণা করেছে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Plus 5G এর মতো তিনটি মডেল বাজারে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে মাইক্রো ব্লগিং সাইট ওয়েইবোতে ফোনটি লঞ্চ সম্পর্কে কনফার্ম জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং সিরিজ সম্পর্কে।

Redmi Note 14 Pro

Redmi Note 14 সিরিজের লঞ্চ কনফার্ম
কোম্পানির চীনে ওয়েইবো হ্যান্ডেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করেছে। এতে Redmi Note সিরিজের দশ বছর পূর্ণ হওয়া উপলক্ষে গ্লোবালি 420 মিলিয়ন সেলের খবর এবং Redmi Note 14 সিরিজের লঞ্চ সম্পর্কেও জানা গেছে।
কোম্পানির পক্ষ থেকে এই সিরিজের বড়ো সেল উপলক্ষ হিসেবে Redmi Note 14 সিরিজ এই মাসেই লঞ্চ করা হবে বলে ঘোষণা করেছে।
জানিয়ে রাখি গত বছর সেপ্টেম্বর মাসেই Note 13 সিরিজ লঞ্চ ঘোষণা করা হয়েছিল। এই বার এই ধারা বজায় রাখা হয়েছে।
Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Plus 5G ফোনগুলি চীনে লঞ্চ হওয়ার পর ভারত সহ গ্লোবাল মার্কেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

Redmi Note 14 সিরিজের সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi Note 14 সিরিজে 1.5K কার্ভ ডিসপ্লে সহ এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং হাই রেজোলিশন দেওয়া হতে পারে।
প্রসেসর: রিপোর্ট অনুযায়ী প্রসেসিঙের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 7এস জেন 3 SoC দেওয়া হতে পারে। তবে Pro+ মডেলে MediaTek Dimensity 7350 চিপসেট থাকতে পারে।

স্টোরেজ: এই ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: আগের প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Redmi Note 14 সিরিজে বড়ো সেন্ট্রালি অ্যালাইন্ড ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে এই সিরিজের প্রো মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ব্যাটারি: Redmi Note 14 সিরিজের তিনটি ফোনেই 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে। নোট 14 ফোনের ফাস্ট চার্জিং সম্পর্কে জানা যায়নি, কিন্তু প্রো মডেলে 90ওয়াট ফাস্ট চার্জিং থাকতে পারে।

নতুন কোন বিবর্তনের পথে পৃথিবী, বিস্ময়ে অপেক্ষা করছেন বিজ্ঞানীরা

অন্যান্য: জল এবং ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP68 রেটিং, ডুয়েল সিম 5G, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, সিকিউরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হতে পারে।