বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শাওমির সাব ব্র্যান্ড রেডমি তাদের Redmi Note 14 সিরিজের অধীনে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে এই ফোনটি Redmi Note 14s নামে গ্লোবাল বাজারে পেশ করা হয়েছে। 4G কানেক্টিভিটি সহ এই ফোনে MediaTek Helio G99-Ultra প্রসেসর এবং অজানা অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে। এই ফোনে 6.67-ইঞ্চির AMOLED ডিসপ্লে যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে 200MP রেয়ার ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP64 রেটিং রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, সেল, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Redmi Note 14s ফোনের দাম
চেক রিপাবলিকে এই ফোনটির দাম CZK 5,999 (প্রায় ₹22,700) রাখা হয়েছে। একইভাবে ইউক্রেনে এই ফোনটি UAH 10,999 (প্রায় ₹23,100) দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Aurora Purple, Midnight Black এবং Ocean Blue কালার অপশনে সেল করা হবে। ফোনটির ভারতে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
Redmi Note 14s ফোনের স্পেসিফিকেশন
প্রথমেই জানিয়ে রাখি এই ফোনটি আদতে Redmi Note 13 Pro 4G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন।
ডিসপ্লে: এই ফোনে 2400 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.67 ইঞ্চির ফুল এইচডি+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এতে মিডিয়াটেক হেলিও জি99-আলট্রা অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি এই একই প্রসেসর কোম্পানির Redmi Note 13 Pro 4G ফোনেও দেওয়া হয়েছিল।
স্টোরেজ: এই ফোনটি 8GB RAM এবং 256GB স্টোরেজ সহ সিঙ্গেল স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স রয়েছে। সেলফির জন্য Redmi Note 13 Pro 4G ফোনে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 67 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
ওএস: এই ফোনটি কোনো অজানা অ্যান্ড্রয়েড ভার্সন এবং HyperOS ইন্টারফেস সহ পেশ করা হয়েছে।
অন্যান্য ফিচার: কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 4G LTE, Wi-Fi, Bluetooth 5.2, NFC, GPS এবং USB Type-C পোর্ট রয়েছে। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনে IP64 রেটিং রয়েছে।
ডায়মেনশন এবং ওজন: এই ফোনটির ডায়মেনশন 161.1×74.95×7.98mm এবং ওজন 179 গ্রাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।