চীনা প্রযুক্তি সংস্থা শাওমি ভারতীয় বাজারে আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল Redmi Note 15 Pro 5G সিরিজের নতুন স্মার্টফোন। এই সিরিজে দুটি মডেল রয়েছে— Redmi Note 15 Pro 5G এবং Redmi Note 15 Pro+ 5G। আগামী ৪ ফেব্রুয়ারি ২০২৬ থেকে Mi.com, Amazon India এবং অনুমোদিত রিটেল স্টোরের মাধ্যমে ফোনগুলোর বিক্রি শুরু হবে।

Redmi Note 15 Pro 5G সিরিজের ক্যামেরা ফিচার
এই সিরিজের অন্যতম প্রধান আকর্ষণ এর ক্যামেরা সিস্টেম। দুই মডেলেই ব্যবহার করা হয়েছে 200 MasterPixel ক্যামেরা সেটআপ। এতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের HPE ইমেজ সেন্সর, যা প্রথমবারের মতো গ্লোবাল মার্কেটে ডেপ্লয় করা হয়েছে।
এই সেন্সরের সাইজ ১/১.৪ ইঞ্চি এবং অ্যাপারচার f/1.65। এছাড়াও এতে রয়েছে 4x optical-level in-sensor zoom সাপোর্ট। কোম্পানির দাবি অনুযায়ী, এই ক্যামেরা লো-লাইট ফটোগ্রাফি, ডেপথ রেন্ডারিং এবং পোর্ট্রেট শটের মান আরও উন্নত করবে। ট্রাভেল ও আরবান ফটোগ্রাফির ক্ষেত্রেও ভালো পারফরম্যান্স পাওয়া যাবে।
ব্যাটারি ও চার্জিং পারফরম্যান্স
ব্যাটারির দিক থেকেও এই সিরিজে বড় আপগ্রেড এনেছে শাওমি। Redmi Note 15 Pro+ 5G মডেলে রয়েছে ৬,৫০০mAh সিলিকন-কার্বন ব্যাটারি, যা ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং এবং ২২.৫ ওয়াট রিজার্ভ চার্জিং সাপোর্ট করে।
অন্যদিকে Redmi Note 15 Pro 5G ফোনে দেওয়া হয়েছে ৬,৫৮০mAh ব্যাটারি, যার সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। দুই মডেলের বক্সেই চার্জার দেওয়া হবে। শাওমির দাবি অনুযায়ী, ব্যাটারিগুলো ১,৬০০ চার্জ সাইকেলের পরেও কমপক্ষে ৮০ শতাংশ ক্যাপাসিটি ধরে রাখতে সক্ষম, যা প্রায় ছয় বছরের ব্যবহারের সমান।
ডিউরেবিলিটি ও প্রোটেকশন
ডিজাইন ও টেকসইতার দিক থেকেও ফোনগুলো বেশ শক্তপোক্ত। Redmi Titan Structure এর উপর নির্মিত এই স্মার্টফোনগুলো SGS Premium Performance Certification পেয়েছে। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে Corning Gorilla Glass Victus 2, যা ২.৫ মিটার পর্যন্ত ড্রপ রেজিস্ট্যান্স সাপোর্ট করে।
এছাড়াও ফোনগুলোর ভেতরে রয়েছে রিইনফোর্সড স্ট্রাকচার এবং শক-অ্যাবজরবিং লেয়ার। IP66, IP68, IP69 এবং IP69K রেটিং থাকার কারণে ধুলো, পানি ও হাই-প্রেশার ওয়াটার এক্সপোজার থেকেও ফোনগুলো সুরক্ষিত থাকবে।
প্রসেসর ও পারফরম্যান্স
পারফরম্যান্সের ক্ষেত্রে Redmi Note 15 Pro+ 5G মডেলে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7s Gen 4 চিপসেট। এই সিরিজে প্রথমবার যুক্ত হয়েছে Xiaomi IceLoop Cooling System, যা গেমিং ও ভিডিও স্ট্রিমিংয়ের সময় তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করবে।
অন্যদিকে Redmi Note 15 Pro 5G ফোনটি চালিত হচ্ছে MediaTek Dimensity 7400 Ultra প্রসেসরে। শাওমির মতে, এই চিপসেট ব্রাউজিং, নেভিগেশন, স্ট্রিমিং এবং দৈনন্দিন প্রোডাক্টিভিটি কাজের জন্য বিশেষভাবে অপ্টিমাইজড।
কানেক্টিভিটি ও অতিরিক্ত ফিচার
কানেক্টিভিটির ক্ষেত্রেও নতুনত্ব এনেছে শাওমি। Xiaomi Offline Communication ফিচারের মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক ছাড়াও এক কিলোমিটার রেঞ্জে ভয়েস ট্রান্সমিশন সম্ভব হবে। এটি বিশেষ করে রিমোট এরিয়া এবং জরুরি পরিস্থিতিতে বেশ উপকারী।
এছাড়া Redmi Note 15 Pro+ 5G মডেলে রয়েছে Xiaomi Surge T1S Tuner, যা বেসমেন্ট, লিফট বা ভিড়যুক্ত এলাকার মতো কঠিন পরিবেশে নেটওয়ার্ক পারফরম্যান্স উন্নত করতে সাহায্য করবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দাম ও ভ্যারিয়েন্ট
ভারতে Redmi Note 15 Pro 5G সিরিজ স্মার্টফোনগুলোর দাম শুরু হচ্ছে প্রায় ২৬ হাজার টাকা থেকে এবং সর্বোচ্চ ৩৮ হাজার টাকা পর্যন্ত যেতে পারে। ইন্টারনাল মেমরি ও স্টোরেজ ভ্যারিয়েন্ট অনুযায়ী দামের পার্থক্য হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


