Redmi Note 15 Pro+ আগামী 21 আগস্ট চীনে অফিসিয়ালভাবে লঞ্চ হতে চলেছে Redmi Note 15 Pro-এর সঙ্গে। ইতিমধ্যেই শাওমি-প্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। কারণ এই নতুন মডেলটি উন্নত ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং আধুনিক কানেক্টিভিটির মাধ্যমে ফ্ল্যাগশিপ স্তরের অভিজ্ঞতা দিতে চলেছে। অফিসিয়াল লঞ্চের আগে স্মার্টফোনটির ব্যাটারি, স্ক্রিন ডিউরাবিলিটি ও ডিজাইন সম্পর্কে বেশ কিছু তথ্য সামনে এসেছে।
Redmi Note 15 Pro+ ডিসপ্লে ফিচার
Redmi জানিয়েছে, ফোনটিতে থাকবে 6.83 ইঞ্চির মাইক্রো-কার্ভড ডিসপ্লে, যা 1.5K রেজোলিউশন সাপোর্ট করবে। এতে থাকছে 1,800 নিট ব্রাইটনেস এবং সর্বোচ্চ 3,200 নিটস পর্যন্ত উজ্জ্বলতা। স্ক্রিনে ব্যবহৃত হবে Xiaomi-এর ড্রাগন ক্রিস্টাল গ্লাস প্রোটেকশন। আর পিছনের প্যানেলে থাকবে ফাইবারগ্লাস কোটিং, যা এটিকে আরও টেকসই করে তুলবে।
Redmi Note 15 Pro+ ব্যাটারি ও চার্জিং
ডিভাইসটিতে থাকছে বিশাল 7,000mAh ব্যাটারি, যা 90W ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়াও 22.5W রিভার্স চার্জিং সুবিধা থাকছে, ফলে এটিকে পাওয়ার ব্যাংকের মতোও ব্যবহার করা যাবে। ব্যাটারিটি 1600 বার সম্পূর্ণ চার্জ-ডিসচার্জ সাইকেল সহ্য করতে সক্ষম, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি পারফরম্যান্স নিশ্চিত করবে।
Redmi Note 15 Pro+ ডিউরাবিলিটি ও ওয়াটারপ্রুফ রেটিং
ফোনটি গ্রানাইট পাথরে একাধিকবার ফেলে টেস্ট করা হয়েছে এবং এতে কোনো সমস্যা হয়নি। সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ওয়াটারপ্রুফ রেটিং—IP66 + IP68 + IP69 + IP69K। কোম্পানির দাবি, এটি বিশ্বের প্রথম ফাইভ-স্টার ওয়াটারপ্রুফ সার্টিফিকেশন প্রাপ্ত স্মার্টফোন।
Redmi Note 15 Pro+ ক্যামেরা ও পারফরম্যান্স
ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। প্রধান সেন্সরটি হতে পারে 50MP OIS প্রাইমারি ক্যামেরা, সঙ্গে একটি 50MP টেলিফটো লেন্স যুক্ত হবে। টপ ভ্যারিয়েন্টে 16GB RAM থাকতে পারে। প্রসেসরের ক্ষেত্রে আশা করা হচ্ছে এটি Snapdragon 7s Gen 3 চিপসেটে চলবে, তবে বিষয়টি এখনও অফিসিয়ালি নিশ্চিত হয়নি।
Redmi 15 5G ভারতে লঞ্চ
একই দিনে ভারতীয় বাজারে Redmi 15 5G লঞ্চ হয়েছে। এতে রয়েছে 7,000mAh সিলিকন কার্বন ব্যাটারি, 6.9 ইঞ্চি ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট। এছাড়াও এতে গুগলের জেমিনাই ও সার্কেল টু সার্চ-এর মতো আধুনিক AI ফিচার যুক্ত হয়েছে। 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ₹14,999।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।