শাওমির সাব-ব্র্যান্ড রেডমি চীনের বাজারে উন্মোচন করলো Redmi Note 15R স্মার্টফোন। এই সিরিজে আগেই Note 15, Note 15 Pro ও Note 15 Pro+ এসেছে, এবার চতুর্থ মডেল হিসেবে যোগ হলো Note 15R। বড় ব্যাটারি, রিভার্স চার্জিং ফিচার এবং মিড-রেঞ্জ বাজেটেই পাওয়া যাবে ফোনটি। Redmi Note 15R মডেলটি ৭,০০০mAh সিলিকন কার্বন ব্যাটারির সঙ্গে এসেছে, যার ব্যাটারি লাইফ পাঁচ বছর পর্যন্ত টিকে থাকার দাবি করেছে কোম্পানি।
সবচেয়ে বড় বিশেষত্ব হল Redmi Note 15R ফোনটি 7,000mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছে। ফোনটিতে 5 বছরের ব্যাটারি লাইফ সহ এই সিলিকন কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি Redmi Note 15 ফোনটি 5,800mAh ব্যাটারি সহ পেশ করা হয়েছিল, যা Note 15R মডেলের তুলনায় অনেকটাই কম।
Redmi Note 15R ফোনটি দ্রুত চার্জ করার করার জন্য 33W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে। Note 15 ফোনের 45W ফাস্ট চার্জিং ফিচার, এটি ফোনকে ফুল চার্জ করতে এক ঘন্টার বেশি সময় লাগে। একইসঙ্গে Redmi Note 15R ফোনটিতে রিভার্স চার্জিং ফিচার সাপোর্ট করে, এর ফলে ফোনের মাধ্যমে অন্যান্য ডিভাইসও চার্জ করা যাবে।
Redmi Note 15R ফোনটিতে 2340 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.9 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে। এলসিডি প্যানেল দিয়ে তৈরি পাঞ্চ-হোল স্ক্রিনে 144Hz রিফ্রেশ রেট এবং 850nits পিক ব্রাইটনেস সাপোর্ট করে। এই ফোনের রিফ্রেশ রেট ঠিকঠাক হলেও ব্রাইটনেস অনেকটাই কম। এর ফলে তীব্র রোঁদে কন্টেন্ট দেখতে অসুবিধা হতে পারে।
Redmi Note 15R ফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3GHz ক্লক স্পীডযুক্ত কোয়ালকমের Snapdragon 6s Gen 3 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। Redmi Note 15 ফোনটিতেও একই প্রসেসর রয়েছে। এই উভয় রেডমি ফোনে LPDDR4X RAM এবং UFS 2.2 storage ফিচার যোগ করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য ফোনটিতে 8 2.3GHz ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে Wi-Fi 5, Bluetooth 5.1, NFC এবং infrared সেন্সর রয়েছে। জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে IP64 রেটিং দেওয়া হয়েছে।
চীনের বাজারে Redmi Note 15R ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ফোনের ভ্যানিলা মডেলের 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 1,499 ইউয়ান অর্থাৎ প্রায় 18,000 টাকা, 12GB RAM সহ 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1899 ইউয়ান অর্থাৎ প্রায় 22,950 টাকা এবং 12GB + 512GB স্টোরেজ অপশনের দাম 2199 ইউয়ান অর্থাৎ প্রায় 26,950 টাকা রাখা হয়েছে।
Redmi Note 15R ফোনটির ভারতের বাজারে লঞ্চ সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এই ফোনটি ভারতে পেশ করা হলে মিড বাজেট রেঞ্জে এটি একটি ভালো অপশন হতে পারে। যারা বড় ব্যাটারি সহ ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ অপশন। অন্যদিকে রিভার্স চার্জিং ফিচার ইয়ারবার্ড এবং স্মার্টওয়াচ চার্জ করতে সক্ষম।
ভারতের বাজারে উপস্থিত 20 হাজার টাকা বাজেট রেঞ্জে 7,000এমএএইচ ব্যাটারি সহ realme P4 এবং OPPO K13 5G ফোনটিও ভালো অপশন হবে। ওপ্পো ফোনটিতে 1200 নিটস ব্রাইটনেস এবং রিয়েলমি ফোনে 1600 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে, যা Redmi Note 15R ফোনের তুলনায় বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।