বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সম্প্রতি রেডমি চায়নার জেনারেল ম্যানেজার Wang Teng একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিল, কোম্পানি শীঘ্রই তাদের ‘টার্বো 4 সিরিজ’ পেশ করতে চলেছে। এই সিরিজের অধীনে Redmi Turbo 4 এবং Redmi Turbo 4 Pro ফোনগুলি লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই ফোনগুলির ডিটেইলস জানানো হয়নি, কিন্তু সম্প্রতি লিকের মাধ্যমে রেডমি টার্বো 4 ফোনের স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে।
Redmi Turbo 4 এর স্পেসিফিকেশন : ডিসপ্লে: লিকের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Redmi Turbo 4 ফোনে LTPS OLED প্যানেল দিয়ে তৈরি 1.5K রেজোলিউশন সাপোর্টেড 6.67-ইঞ্চির ফ্ল্যাট ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। লিক অনুযায়ী ফোনের স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করবে।
প্রসেসর: Redmi Turbo 4 ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই প্রসেসর এই মাসে পেশ করা হবে এবং আপকামিং Redmi Turbo 4 ফোনটি এই প্রসেসর সহ বিশ্বের প্রথম ফোন হতে চলেছে। এই প্রসেসর Redmi Turbo 4 ফোনটিতে Dimensity 8400-Ultra নামেও পেশ করা হতে পারে।
স্টোরেজ: Redmi Turbo 4 ফোনটি একাধিক স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী ফোনটির টপ মডেল 12GB RAM ও 512GB স্টোরেজ সহ পেশ করা হতে পারে। ভ্যানিলা মডেলে 8GB RAM ও 256GB স্টোরেজ দেওয়া হতে পারে।
ব্যাটারি: Redmi Turbo 4 ফোনটিতেও বড় ব্যাটারি ব্যাবহার করা হবে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 90W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,550mAh ব্যাটারি দেওয়া হবে।
রিব্র্যান্ডেড ভার্সন হতে চলেছে POCO F7 : জানিয়ে রাখি Xiaomi তাদের Redmi ফোনের সাব-ব্র্যান্ড POCO তেও নিয়ে আসতে চলেছে। চীনে লঞ্চ হওয়া Redmi এর বেশ কিছু মডেল গ্লোবাল মার্কেটে POCO ফোন হিসেবে পেশ করা হয়। এইরকমই কিছু নতুন টার্বো 4 সিরিজের ক্ষেত্রেও হতে পারে। চীনে লঞ্চ হওয়া Redmi Turbo 4 সিরিজ অন্য দেশে POCO F7 নামে লঞ্চ করা হতে পারে।
Redmi Note 14 সিরিজ : সম্প্রতি ভারতীয় বাজারে Redmi Note 14 সিরিজ লঞ্চ করা হয়ে গেছে। এই সিরিজের অধীনে Redmi Note 14, Note 14 Pro এবং Note 14 Plus স্মার্টফোন পেশ করা হয়েছে। রেডমি নোট 14 ফোনের দাম 18,999 টাকা এবং নোট 14 প্রো ফোনের দাম 24,999 টাকা রাখা হয়েছে। একইভাবে নোট 14 প্রো+ ফোনের দাম 30,999 টাকা রাখা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।