বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : সাশ্রয়ী মূল্যের 5G ফোন লঞ্চের পথে Redmi! আগামী মাসে Redmi 13 5G লঞ্চ হতে চলেছে দেশে। গত বছরের Redmi 12 5G প্রতিস্থাপন করতে এই মডেলটি লঞ্চ করতে চলেছে কোম্পানি। ইতিমধ্যেই কোম্পানির পক্ষ থেকে স্মার্টফোনের ডিজাইন -সহ মূল স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে। Xiaomi -এর ওয়েবসাইটে Redmi 13 5G লঞ্চ নিয়ে একটি মাইক্রোসাইট লাইভ করেছে কোম্পানি।
গোলাপী এবং নীল রঙের হতে পারে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনে থাকছে ফ্ল্যাট ডিসপ্লে এবং মোটা বেজেল। ফ্রন্ট ক্যামেরার জন্য ফোনের উপরের দিকে একটি হোল-পাঞ্চ স্লট থাকছে। ডান কোণায় ভলিউম রকার এবং পাওয়ার বাটন দেওয়া আছে। পিছনে একটি ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ -সহ একটি গ্লাস ফিনিশ রয়েছে এই স্মার্টফোন। এর ডান কোণায় দুটি ক্যামেরা এবং একটি LED ফ্ল্যাশ ইউনিট দেওয়া হয়েছে।
12GB RAM সহ বাজারে লঞ্চ হল Honor Magic V Flip ফোন, জেনে নিন দাম
Redmi 13 5G -তে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকবে। এছাড়াও কোয়ালকম -এর স্ন্যাপড্রাগন 4 জেন 2 প্রসেসর দেওয়া হচ্ছে এক স্মার্টফোনে। Android 14 বেসড HyperOS ভার্সনে চলবে এই ফোন। 33W দ্রুত চার্জিং সাপোর্ট -সহ একটি 5,030mAh ব্যাটারি থাকছে Redmi 13 5G -তে। এই বছরের শুরুতে Note 13 Pro 5G সিরিজ লঞ্চ করেছে Redmi।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।