বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ইন্টারনেট প্যাকেজের দাম কমিয়েছে। ৩ ও ১৫ দিনের যেসব প্যাকেজ বাদ দেওয়া হয়েছিল সেগুলোর ডাটার পরিমাণ ঠিক রেখে মেয়াদ ৭ ও ৩০ দিন করেছে অপারেটরটি। এদিকে ইন্টারনেটের দাম কমানো নিয়ে এখনো গড়িমসি করছে বাকি তিন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংক।
গত ৫ নভেম্বর মোবাইল অপারেটরদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। সেখানে ৩ ও ১৫ দিনের প্যাকেজ বন্ধের পর ইন্টারনেটের দাম বাড়ানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেই সঙ্গে দাম কমাতে টেলিটককে ৮ নভেম্বর এবং গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে ১০ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন মন্ত্রী।
সেই নির্দেশনা মেনে ইন্টারনেটের দাম কমিয়েছে টেলিটক। ৭ দিন মেয়াদে ১ জিবি ডাটার দাম ২১ টাকা এবং ২ জিবি ৩৬ টাকা নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। ৩০ দিন মেয়াদি ২ জিবি ডাটার দাম ৯৩ টাকা এবং ৩ জিবি ১৩৯ টাকা ধার্য করেছে অপারেটরটি।
এছাড়া ৭ দিন মেয়াদে ১০ জিবির দাম ৯৭ টাকা, ৩০ দিন মেয়াদে ১০ জিবি ২৩৯ টাকা, ৩০ দিন মেয়াদি ৩০ জিবি ৩৪৪ টাকা, ৪৫ জিবি ৪৪৫ টাকা এবং আনলিমিটেড মেয়াদে ২৫ জিবি ইন্টারনেট ৩০৯ টাকায় অফার করছে অপারেটরটি।
এদিকে ৩ দিন মেয়াদের ডাটা প্যাকেজ একই দরে ১ সপ্তাহ দিলে লোকসান হবে বলে জানিয়েছে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক। বিষয়টি পুনর্বিবেচনার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) অনুরোধ জানিয়েছে বেসরকারি এ তিন অপারেটর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।