জুমবাংলা ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের জনগণ ও কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে সংস্কার ও বিচারের অপেক্ষায় রয়েছে। তাই জুলাই মাসেই ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করা উচিত। কেউ পিআর বুঝুক বা না বুঝুক, সংস্কার অবশ্যই হবে, কারণ জনগণ সংস্কার চায়, সেটাই দেশের উন্নতির একমাত্র পথ।
শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ ও সমাবেশে বক্তব্যকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ বলেন, দেশের উন্নয়নের জন্য উচ্চ কক্ষে পিআর বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন কমিশনসহ সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন আবশ্যক। তিনি সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি বলেন, সংস্কার কোনো দলীয় ইস্যু নয়, এটি দেশের কল্যাণে অপরিহার্য। ৩ আগস্ট শহীদ মিনারে হবে জাতীয় নাগরিক পার্টির জনসভা, সেখান থেকে আমরা জুলাই সনদ আদায় করে নেবো ইনশাল্লাহ।
নাহিদ বলেন, অতীতে ফ্যাসিস্ট শাসনের সময় কক্সবাজার ছিল সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্য। নারায়ণগঞ্জের মতো কক্সবাজারেও গডফাদাররা ভয়ভীতি সৃষ্টি করতো। তবে বর্তমান সরকার সেই গডফাদারদের অবসান ঘটিয়েছে এবং নতুন কোনো গডফাদারের জন্ম দেওয়া হবে না।
কক্সবাজারের মানুষের সংগ্রামকে স্মরণ করে এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই আন্দোলনে আপনারা লড়াই করেছেন, আপনার সন্তানরা প্রাণ দিয়েছেন। এমনকি ভিনদেশী রোহিঙ্গা যুবক নুর মোস্তফাও জীবন দিয়েছেন। তাকে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, কক্সবাজার দেশের সম্ভাবনার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশ দ্রুত অগ্রসর হবে। দেশের সমুদ্র শক্তি ও নৌশক্তিকে বলবান করতে হবে। এই লক্ষ্য পূরণে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটিতে রূপান্তরিত করতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিনসহ অন্য কেন্দ্রীয় নেতারা।
আগামী জাতীয় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে ১৯ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়ে ২টার দিকে শহীদ দৌলত ময়দানে এসে জনসমাবেশে পরিণত হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।