জুমবাংলা ডেস্ক : প্রবাসী বাংলাদেশিদের জন্য সৌদি আরব ও মালয়েশিয়ায় ভ্রমণের খরচ কমাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ‘শ্রমিক ভাড়া’ পুনর্বহাল করেছে। প্রায় দুই দশক আগে বন্ধ হয়ে যাওয়া এই বিশেষ ভাড়া সোমবার (১০ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হয়েছে এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চলবে বলে বিমান কর্তৃপক্ষ (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
নতুন ভাড়ার কাঠামো অনুযায়ী, ঢাকা-জেদ্দা, ঢাকা-মদিনা এবং ঢাকা-রিয়াদ রুটে ভাড়া (কর বাদে) ৩৬০ মার্কিন ডলার এবং ঢাকা-কুয়ালালামপুর রুটে ১৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। বর্তমানে সৌদি আরবগামী ফ্লাইটের ভাড়া (কর বাদে) ৪৩০ থেকে ৪৮০ মার্কিন ডলার এবং কুয়ালালামপুরের ভাড়া (কর বাদে) ৩৬০ মার্কিন ডলার।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেছেন, ‘প্রবাসীদের ভ্রমণ ব্যয় কমানোর লক্ষ্যে সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এই উদ্যোগ নিয়েছি।’
বিমানের বিপণন ও বিক্রয় পরিচালক আশরাফুল আলম জানিয়েছেন, সৌদি আরব ও কুয়ালালামপুরগামী নতুন কর্মীদের জন্য একমুখী টিকিটের ক্ষেত্রে এই বিশেষ ভাড়া প্রযোজ্য।
বিমানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস বাংলাদেশ (আটাব)। আটাব বলেছে, জাতীয় পতাকাবাহী বিমানের এই পদক্ষেপ অন্যান্য এয়ারলাইন্সের ওপর চাপ সৃষ্টি করবে এবং প্রবাসীদের ভ্রমণ ব্যয় কমাতে সহায়ক ভূমিকা পালন করবে।
আটাব আশা করছে, ভাড়া নির্ধারণের ফলে অন্তত ১০,০০০ টাকা কম খরচ হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।