আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘মানবাধিকার সংক্রান্ত প্রতিবেদন’ প্রত্যাখ্যান করেছে এবং এটিকে ‘মিথ্যা ও বানোয়াট তথ্য, কুসংস্কার ও শত্রুতার ওপর ভিত্তি করে তৈরি’ বলে তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে মানবাধিকার পরিস্থিতির আলোচনার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতিকে ‘বিশ্বের সবচেয়ে খারাপ’ বলেও উল্লেখ করেছে উত্তর কোরিয়া। খবর এনডিটিভি।
উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্পর্ক
রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ-এর এক খবরে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘এই প্রতিবেদনটি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের একটি স্পষ্ট প্রমাণ।’
মুখপাত্র আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়মিতভাবে ‘নিজেদের লোকজনকেও নিয়মতান্ত্রিক দমন করা হচ্ছে’ এবং ‘জাতিগত ও সাম্প্রদায়িক সংঘর্ষসহ বিভিন্ন সহিংস অপরাধ’ সংঘটিত হচ্ছে।
মার্কিন কর্মকর্তাদের তথ্যগত অনুপ্রবেশের প্রয়োজনীয়তার দাবির প্রতিও ইঙ্গিত করে মুখপাত্র বলেছেন, ‘এই প্রচেষ্টা অত্যন্ত ঘৃণ্য রাজনৈতিক ষড়যন্ত্র এবং বিপজ্জনক রাজনৈতিক চ্যালেঞ্জেরই নামান্তর।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের এ ধরনের মনোভাবের জবাবে পিয়ংইয়ংয়ের পাল্টা প্রতিক্রিয়ার কোনো সীমারেখা রাখা হবে না।’
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্ব মানবাধিকার পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। তাদের প্রতিবেদনে প্রকাশিত তথ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে হাঙ্গেরি, ভিয়েতনাম, মেক্সিকো, পাকিস্তান, তুরস্কসহ বেশ কিছু দেশে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা প্রতিবেদনটিকে একটি দ্বিমুখী আচরণের চরম নজির বলে উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।