বিনোদন ডেস্ক : বলিউড-র এভারগ্রিন অভিনেত্রী রেখাকে নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা-আলোচনার অন্ত নেই। তার কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে। কিন্তু জানেন কী রেখার একটি সুন্দরী বোন আছে? তিনি একটা সুযোগ হাতছাড়া করার জন্য আজকে বলিউড থেকে দূরে।
রেখার বাবা ছিলেন বিখ্যাত চিত্র পরিচালক জেমিনি গণেশন। প্রথম স্ত্রী আলামেলুর সঙ্গে বিবাহিত অবস্থাতেই গণেশন বিয়ে করেছিলেন সাবিত্রীকে। এ ছাড়াও তার সম্পর্ক ছিল অভিনেত্রী পুষ্পাবল্লীর সঙ্গে। গণেশন এবং পুষ্পাবল্লীর দুই মেয়ে, রেখা এবং রাধা । কিছু সূত্র অবশ্য দাবি করে, গণেশন এবং পুষ্পাবল্লী পরে বিয়ে করেছিলেন।
অর্থ উপার্জনের কারণে খুব অল্প বয়সেই সিনেমায় নাম লেখান রেখা। শুরু করেন মডেলিং।অভিনেত্রী হওয়ার ইচ্ছে কোনও দিন ছিল না রেখার। চেয়েছিলেন স্বাভাবিক শৈশব কাটাতে। কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে মাত্র ১৩ বছর বয়সে পড়াশোনায় ইতি টেনে অভিনয়জীবনে পা রাখতে বাধ্য হন তিনি। আর তারপরে রাধাও তার দিদির পথ অনুসরণ করেছিলেন।
যদিও রেখার বোন রাধা যখন অভিনেত্রী হতে চাইলেন, তখন কিন্তু তীব্র আপত্তি জানালেন রেখা। তিনি চাননি, লাইট-সাউন্ড-ক্যামেরার মোহে তার বোনের জীবনও ক্ষত বিক্ষত হয়ে যাক। তার সত্বেও একপ্রকার জোর করে তিনি এই অভিনয় জগতে পা রাখেন। যদিও তিনি অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি।
নামজাদা বেশ কিছু মডেলিং ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেছিলেন রাধা। এমনকি কিছু তামিল ছবিতে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে। এরপর রাধা তার কেরিয়ারে একটি বড় ছবিতে অভিনয়ের সুযোগ পান। ছবিটির নাম ছিল ‘ববি’। ওই ছবিতেই ঋষি কাপুরের বিপরীতে অভিনয় করার কথা ছিল তার। কিন্তু তিনি রাজি না হওয়ার সেই ছবির অফার যায় ডিম্পল কাপাডিয়ার কাছে।
মিয়ানমারের দুইটি ব্যাংকে অ্যাকাউন্ট বন্ধে সোনালী ব্যাংককে যুক্তরাষ্ট্রের অনুরোধ
এরপর ধীরে ধীরে বিনোদন জগতের বৃত্ত থেকে নিজেকে সরিয়ে নেন রাধা। পরবর্তীতে রাধা বিয়ে করেন তার বাল্যবন্ধু উসমান সৈয়দকে। পেশায় মডেল উসমান হলেন পরিচালক এস এম আব্বাসের ছেলে। বিয়ের পরে অভিনয় পুরোপুরি ছেড়ে দেন রাধা। স্বামীর সঙ্গে থিতু হন আমেরিকায়। সেখানে তিনি এক জন প্রতিষ্ঠিত চিত্রশিল্পী। অবসরে নৃত্যচর্চাও করে থাকেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।