লাইফস্টাইল ডেস্ক : ‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর, তাই বলে ভেবো না আমায় স্বার্থপর’, সোল্সের এই গানটা নিশ্চয় অনেকেই শুনেছেন। এটা শুধুমাত্র সোল্সের গানের কথা নয়। অনেকেই ইচ্ছে থাকলেও ব্যস্ত জীবনে সঙ্গীকে সময় দিতে পারেন না। এই সময় সময় না দেওয়ায় সম্পর্কে তৈরি হয় নানা জটিলতা। এমনকি সম্পর্ক ভেঙ্গে যাওয়ার মতো ঘটনাও ঘটে। কীভাবে ঠিক রাখবেন সম্পর্ক?
অনেকের জীবন কাজ আর বাড়ির মধ্যে আটকে গিয়েছে। কখনও অফিসের কাজ পাহাড় সমান জমে যায়, আবার কখনও বেড়ে যায় সংসারের চাপ। ব্যস্ত জীবনে অনেকে হারিয়ে ফেলেন নিজেকেই। সেখানে সঙ্গীকে সময় দেওয়ার কথাও যেন মনে থাকে না। এ থেকেই শুরু হয় যেন, সম্পর্কের টানা-পোড়ন। এই ঘটনা নতুন নয়! অনেকের জীবনেই ঘটে চলছে হরহামেশা।
বর্তমান সময়ে কম বয়সিদের মধ্যে যেন এই সমস্যা প্রগাঢ় হয়ে দাঁড়িয়েছে। কেউ কেউ একেবারেই সময় দিতে পারছেন না সঙ্গীকে। রাতে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলার সময় এখন কারও হাতে নেই। আবার রাতের খাবার টেবিলে বসেও কথা বলার সময় পান না অনেকে। এমনকি কাজের চাপে খুদেবার্তার জবাবও দিতে ভুলে যান কেউ কেউ। তাই তো দিন দিন সম্পর্কে তৈরি হচ্ছে জটিলতা। নষ্ট হচ্ছে প্রেম, ভাঙছে সংসার।
এই সমস্যার সমাধান কি? জানেন। ইন্টারনেটে মিলছে এর সমাধাণ। কিন্তু এটা কি আদৌ কাজে দেবে? জেনে নিতে পারেন প্রযুক্তি দুনিয়ায় ভাইরাল সেই ২-২-২ নিয়ম। হয় তো আপনার সম্পর্ক ঠিক রাখতে কাজে লাগতে পারে এই পদ্ধতিগুলো। সম্পর্ক মধুর রাখতে ২-২-২ রুলগুলো জেনে নিন।
ভাইরাল এই পদ্ধতিতে তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছে। প্রথমেই বলা হয়েছে, প্রতি সপ্তাহে অন্তত একবার সঙ্গীকে নিয়ে ডেটে যান। প্রতি দুই মাসে একবার হলেও কোথাও ঘুরতে যেতে পারেন। আর দুই বছরে অন্তত একবার সপ্তাহখানেকের জন্য কোথাও থেকে বেড়িয়ে আসতে পারেন।
যেভাবে কাজ করবে এই পদ্ধতি
সম্পর্কে সঙ্গীকে সময় দেওয়া বা তাঁর সঙ্গে সময় কাটানো খুব জরুরি একটা বিষয়। তার জন্য কোয়ালিটি ও কোয়ান্টিটি উভয় সময়ই দিতে হবে। এই নিয়মে আপনাকে দুই সপ্তাহে অন্তত একদিন সঙ্গীর সঙ্গে ডেটে যেতে পারবেন। কিছুটা সময় একান্তে, নিভৃতে কাটাতে পারবেন। শেয়ার করতে পারেন একে-অপরের মনের কথা। পছন্দের খাবারও খেতে পারবেন একসঙ্গে।
অনেকের একসঙ্গে উইকএন্ড কাটানো সম্ভব হয় না। সেক্ষেত্রে প্রতি সপ্তাহে উইকএন্ড ট্রিপে যাওয়া তো কল্পোনার সমান। কিন্তু সম্পর্ক ঠিক রাখতে চাইলে, দ’মাসে অন্তত একবার একটা উইকএন্ড একসঙ্গে কাটান। সেক্ষেত্রে খুব ছোট ট্রিপের প্ল্যানও করতে পারেন। ঘুরে আসতে পারেন কাছাকাছি কোনো জায়গা থেকে। এতে একদিকে যেমন সঙ্গী খুশি হবেন, অন্যদিকে আপনার মনও ভালো থাকবে।
পরিবার বা সঙ্গীর সঙ্গে সম্পর্ক পোক্ত করার সবচেয়ে সহজ উপায় ভ্যাকেশন। এটা ঠিক যে বছর বছর বড় ছুটিতে যাওয়া সম্ভব নয়। আবার এই ধরনের ট্রুর অনেকটা ব্যয়বহুল হয়। আবার অনেকের জন্য প্রতিবছর ছুটি পাওয়া কষ্ট সাপেক্ষ হতে পারে। সেক্ষেত্রে দু’বছরে অন্তত একবার ৭-১০ দিনের ছুটি জোগাড় করতেই পারেন। পরিবার বা সঙ্গীকে নিয়ে পছন্দের ডেস্টিনেশনে ছুটি কাটাতে যেতেই পারেন। এতে সম্পর্কের ভিত হবে আরও মজবুত। অন্যদিকে মানসিক ভাবেও আপনি ভালো থাকবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।