জুমবাংলা ডেস্ক : প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ ধরে রাখতে নীতিমালায় বিশেষ ছাড় দিয়েছে সরকার। এখন থেকে প্রবাসীদের কেনা তিন ধরনের বৈদেশিক মুদ্রার সঞ্চয়ী বন্ডের মেয়াদ বাড়বে স্বয়ংক্রিয়ভাবে। বন্ডগুলো হচ্ছে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড, ডলার ইনভেস্টমেন্ট বন্ড ও ডলার প্রিমিয়াম বন্ড। এসব বন্ড প্রবাসী আগে ম্যানুয়াল পদ্ধতিতে কিনে থাকলে সেগুলোর মেয়াদ এখন স্বাভাবিক নিয়মেই বেড়ে যাবে। এ জন্য প্রবাসীদের কোনো আবেদন করতে হবে না। তবে প্রবাসীদের কেনা এসব বন্ডের মেয়াদ শেষে অর্থ তুলে নিতে চাইলে সংশ্লিষ্ট ব্যাংকে আবেদন করতে হবে। তখন ব্যাংক মুনাফাসহ অর্থ ফেরত দেবে। বন্ডের মেয়াদ আর বাড়বে না।
এ বিষয়ে ২৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আলোকে রোববার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, প্রবাসীদের আকর্ষণীয় মুনাফা দিয়ে সঞ্চয়ে উৎসাহিত করতে তিন ধরনের বন্ড চালু করেছে। আগে প্রবাসীরা ম্যানুয়াল পদ্ধতিতে বন্ডে বিনিয়োগ করলে সেগুলোর মেয়াদ শেষে আর বাড়ানো যেত না। এখন সরকার সিদ্ধান্ত নিয়েছে এগুলোর মেয়াদ বাড়ানো যাবে। সঞ্চয়পত্র কেনা এখন ডিজিটাল করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে কেনা সঞ্চয়পত্র স্বাভাবিক নিয়মেই এর মেয়াদ বেড়ে যায়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। এ ধারা ধরে রাখার জন্য সরকার প্রবাসীদের বন্ডে মেয়াদ বাড়ানোর নীতিমালা শিথিল করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।