Advertisement
জুমবাংলা ডেস্ক :
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই নারী বন্দি দীর্ঘ ২০ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন। সোমবার বিকেলে কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী আয়েশা আক্তার ও নার্গিস আক্তার নামের ওই দুই বন্দিকে মুক্তি দেওয়া হয়।কারা সূত্র জানায়, নার্গিস কারাগারে কাজ করে ৭৩ হাজার টাকা উপার্জন করেছেন। অন্যদিকে আয়েশা আক্তার নিজের হাতে তৈরি ফুল ও হস্তশিল্প বিক্রি করে প্রায় ৯৮ হাজার টাকা জমিয়েছেন। মুক্তির সময় তাদের হাতে উপার্জিত অর্থ তুলে দেওয়া হয়।
মুক্তিপ্রাপ্ত বন্দিরা জানান, কারাগারে শেখা কাজের মাধ্যমে তারা সমাজে ফিরে ছোট পরিসরে ব্যবসা শুরু করতে চান। এই অর্থ ও অভিজ্ঞতা তাদের নতুন জীবনের শক্তি হবে বলে তারা আশা প্রকাশ করেন।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন বলেন, বন্দিরা যাতে কারাগার থেকে কিছু শিখে বের হতে পারেন, আমরা সেটাই চাই। আয়েশা ও নার্গিস তার দৃষ্টান্ত। তারা সেলাই, কাঁথা ও হস্তশিল্পের কাজ শিখে উপার্জন করেছেন। একজন বন্দিকে স্বাভাবিক জীবনে ফেরাতে পারাটাও আমাদের জন্য বড় অর্জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।