জুমবাংলা ডেস্ক : কয়েক মাস ধরে অস্থির থাকা চালের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারে কমেছে চালের দাম।
শুক্রবার (২ মে) কেরানীগঞ্জের আগানগর ও রাজধানীর কারওয়ানবাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
রমজানের আগে থেকেই রাজধানীর বাজারে চড়া ছিল চালের দাম। পুরো রমজানজুড়েই ভোক্তাকে ভুগিয়েছে চালের বাজার, বিশেষ করে সরু চাল। তবে চলতি মে মাসের শুরুতেই দাম কমতে শুরু করেছে চালের বাজারে।
ব্যবসায়ীরা জানান, বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করায় বাজারে এরই মধ্যে আসতে শুরু করেছে নতুন চাল। যার প্রভাবে চিকন চালের দাম কমতে শুরু করেছে। মানভেদে প্রতি কেজিতে অন্তত ২-৪ টাকা কমেছে দাম। তবে আগের দামেই বিক্রি হচ্ছে মোটা ও মাঝারি চাল।
রাজধানীর কারওয়ানবাজারের চাল ব্যবসায়ী রাকিব বলেন, বাজারে নতুন মিনিকেট চাল এসেছে। যার প্রভাবে দাম কমেছে। পুরোদমে নতুন চাল বাজারে উঠতে শুরু করলে অন্যান্য চালের দামও কমতে শুরু করবে।
বাজার ঘুরে দেখা যায়, চালের বাজারে প্রতি কেজি মিনিকেট ৮৪-৮৮ টাকা, আটাইশ ৬০-৬২ টাকা, স্বর্ণা চাল ৫৫ টাকা, নাজিরশাইল ৭৬-৮৮ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি পোলাও চাল বিক্রি হচ্ছে ১১৬-১১৮ টাকায়।
ক্রেতারা বলছেন, দেশে চাল উৎপাদন ভালো থাকার পরও চালের দামে কেন বাড়ে সেটি খতিয়ে দেখা দরকার।
মাশরুর নামে এক ক্রেতা বলেন, চিকন চালের দাম সামান্য কমেছে, এটি ভোক্তাকে কিছুটা স্বস্তি দিচ্ছে। তবে এই চালের দাম মোটেই এতো হওয়ার কথা নয়। চালের দাম আরও কমাতে বাজারে মনিটরিং বাড়াতে হবে।
এদিকে গত ১৩ এপ্রিল বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছিলেন, দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। নতুন ধান উঠলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।