বিনোদন ডেস্ক : দেখতে দেখতে বিবাহিত জীবনের এক বছর কাটিয়ে ফেললেন বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর এবং রাজনীতিক-সমাজকর্মী ফাহাদ আহমেদ। গত বছরের সেপ্টেম্বরে তাঁদের ঘরে এসেছে কন্যাসন্তান। বিবাহবার্ষিকীতে স্বামীকে একটি ভালবাসায় মোড়া চিঠি লিখলেন স্বরা।
ফাহাদের উদ্দেশে স্বরা লিখেছেন, ‘আমাদের বন্ধুত্ব ৩ বছরের। আমি আর ফাহাদ খুব তাড়াতাড়ি বিয়ে করে নিয়েছি। আমাদের মধ্যে শুধু ভালবাসায় মিল। অমিল অনেক কিছু। প্রথমত আমি হিন্দু, ও মুসলমান। দ্বিতীয়ত, ফাহাদের চেয়ে বয়সেও আমি বড়। আমাদের দু’জনের বেড়ে ওঠাও সম্পূর্ণ আলাদা পরিবেশে। আমি শহরের মেয়ে। ফাহাদ উত্তর প্রদেশের এক প্রত্যন্ত গ্রামের। আমি অভিনয় করি। ফাহাদ গবেষণা করে।’
তিনি আরও লেখেন, ‘লোকে কী বলবে সেসব আমি কখনও ভাবতাম না। কিন্তু ফাহাদকে বিয়ের পরিকল্পনার পরেই হঠাৎ করে আমার মনে হল লোকে কী বলবে। কারণ ও মুসলমান। আমার মনের কথা পড়ে ফেলেছিল ফাহাদ। কিন্তু শেষ পর্যন্ত আমরা আমাদের ভালবাসার পাশে দাঁড়িয়েছিলাম। আমাদের অভিভাবকেরাও এই সম্পর্ক মেনে নিয়েছেন। এত অমিল থাকা সত্ত্বেও আমরা ঘণ্টার পর ঘণ্টা কথা বলে যেতে পারি। কোনও দ্বিধা থাকে না। আমরা একে-অপরকে নির্ভয়ে সব কথা খুলতে পারি। কোনও আড়ালের দরকার হয় না। তার কারণ আমাদের মধ্যে ভালবাসা ছিল, আছে আর থাকবে।’
সমাজবাদী পার্টির নেতা ফাহাদের সঙ্গে আচমকাই বিয়ে সারেন স্বরা। বিয়ের পরে অবশ্য সেই বিশেষ মুহূর্তের ভিডিও ভাগ করে নিয়েছিলেন। তবে স্বরা যে বিয়ে করছেন তা কাকপক্ষীতেও টের পায়নি। কনের বেশে ছবি দিয়ে একেবারে চমকে দিয়েছিলেন অনুরাগীদের। বিয়ের মাসখানেক পরেই এক নতুন সুখবর দিয়েছিলেন। বিয়ের এক মাসের মাথায় মা হওয়ার খবরেও বিস্মিত হয়েছিলেন অনেকেই। তবে স্বামী আর পাঁচমাসের কন্যা রাবিয়াকে নিয়ে স্বরা এখন ঘোরতর সংসারী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।