চুরি হওয়ার এক মাস পর ধর্মমন্ত্রীর আইফোন উদ্ধার

জুমবাংলা ডেস্ক : চুরি হওয়ার এক মাস পর ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খানের আইফোন উদ্ধার করেছে ডিবি-সাইবার ক্রাইম (উত্তর) বিভাগ। ফোন উদ্ধারসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের নয় সদস্যকে গ্রেফতার করেছে তারা।

শুক্রবার (৩১ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিবি সাইবারের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আশরাফউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান গত ৩০ এপ্রিল সকালে ইসলামপুর পৌরসভাধীন মোশাররফগঞ্জে এক ব্যক্তির জানাজায় অংশ নেন। সেখানে পাঞ্জাবির পকেট থেকে তার আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। দীর্ঘ দিন ছায়া তদন্ত করে মন্ত্রীর আইফোনটি উদ্ধার করা হয়েছে। এছাড়া আন্তঃজেলা মোবাইল চোর চক্রের নয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।