যে কারণে এক্সপ্রেসওয়ে যেতে অনীহা বাস চালকদের

জুমবাংলা ডেস্ক : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাত্রী নিয়ে যাত্রায় এখনো অনীহা বাস চালকদের। তারা বলছেন, আদি সড়কে যাত্রী পাওয়া যায়। কিন্তু এক্সপ্রেসওয়েতে সেই সুযোগ নেই। তাই তারা এখনো চলছেন আদি সড়কে। তার ওপর আছে টোল। সেই টোলের সাথে সমন্বয় করা হয়নি বাস ভাড়া। তবে মালিক সমিতি বলছে, বাস ভাড়া নীতিমালাতেই উল্লেখ আছে, টোলের সাথে ভাড়া কিভাবে সমন্বয় করতে হবে। সে কারণেই যেসব গাড়ি উড়াল সেতু দিয়ে চলতে চায় তাদের ভাড়া নিয়ে কোনো জটিলতা হবে না।

সরেজমিনে আদি সড়কে যানবাহনের চাপ দেখে গেলেও সেই তুলনায় ফাঁকা ঢাকা এলিভেটেড এক্সপেসওয়ে। ব্যক্তিগত যান ছাড়া আর কোনো পরিবহন উঠছে না উড়াল সেতুতে।

কিছু ছোট ছোট বাণিজ্যিক পিকআপ দেখা গেলেও সেই সংখ্যা একেবারে কম। পিকআপ চালকরাই জানালেন, এই পথে চলতে হলে তাদের গুনতে হয় টোলের টাকা। জ্বালানি খরচ মিটিয়ে এই টোলের টাকা দিয়ে এই পথে চলা তাদের জন্য কষ্টকর। তবে অনেকক্ষেত্রে জরুরি প্রয়োজনে এই পথ ব্যবহার করলে সময় ও জ্বালানি সাশ্রয়ী।

এক্সপ্রেসওয়ের তথ্যমতে, উদ্বোধনের পর এখন পর্যন্ত যতো গাড়ি চলেছে তার শতকরা ৯০ শতাংশের বেশি ব্যক্তিগত যান। যানজট মুক্তভাবে সহজে গন্তব্যে পৌঁছা যায় সে কারণেই ব্যক্তিগত গাড়িগুলো যাচ্ছে উড়াল পথে। কিন্তু এক্সপ্রেসওয়ের সুবিধা নিচ্ছে না কোনো গণপরিবহন। কারণ হিসেবে বাস চালকরা বলছেন, তাদের সব যাত্রী উঠে নিচের সড়কে। কাউন্টারগুলোও নিচের সড়কে। সে কারণে তাদের উড়াল সেতু পথে যাওয়াতেই অনীহা।

আছে এক্সপ্রেসওয়ের টোলও। এখনো বাসের ভাড়ার সাথে সমন্বয় করা হয়নি টোলের হিসেব। তবে বাসমালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানান, বাসের ভাড়ার নীতিমালাতেই টোলের টাকার কথা বলা হয়েছে। তাই ভাড়ার সাথে টোলের টাকা হিসেব করে নতুন ভাড়া সমন্বয় করার জটিল হবে না।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে বাংলাদেশ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীএলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে বাংলাদেশ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
জনসাধারণের জন্য খুলে দেয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়েজনসাধারণের জন্য খুলে দেয়া হলো এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও বাড়লো গাড়ি ও টোল আদায়ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আরও বাড়লো গাড়ি ও টোল আদায়

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সিটি সার্ভিসের গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে চলা সম্ভব হবে কিনা- তা নিয়ে সন্দেহ আছে। কারণ এই গাড়িগুলোর স্টপেজ থাকে বিভিন্ন জায়গায়। আর এগুলো উপর দিয়ে গেলে যাত্রী পাবে না।

তিনি জানান, পৃথিবীর সব দেশেই এক্সপ্রেসওয়েতে টোল দিয়েই চলাচল করতে হয়। এটা নতুন না। তার মতে, উপর নিচের সব জায়গায় গাড়ি চলাচল করলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে।