বিনোদন ডেস্ক : “কেউ যদি মডেল হতে চায় তাহলে তার প্ল্যান করে এখানে আসা উচিত। এখন অনেক প্রতিযোগিতার সময়। এজন্য সঠিকভাবে গ্রুমিং করে আসা উচিত। যাদের মধ্যে কোয়ালিটি থাকে তারা চেষ্টা থাকলে মডেল হতে পারবে। আমার মধ্যে ম্যানার আছে, টাইম মেইনটেইন করি, সিনিয়দের সম্মান করি। তাছাড়া আমি কোনো উল্টাপাল্টা কাজে নিজেকে জড়াই না। সবার আগে নিজের কাজকে গুরুত্ব দেই। এটাই হচ্ছে আমার কোয়ালিটি।”
বলছিলেন ফ্যাশন মডেল এবং মিউজিক ভিডিওর পরিচিতি মুখ মডেল লিয়ানা লিয়া। দেশের বড় বড় ফ্যাশন হাউজের মডেল হিসেবে দেখা যায় তাকে। ইমরানের ‘ধোঁয়া’ গানের মিউজিক ভিডিও দিয়েও নজর কেড়েছিলেন লিয়ানা। পাশাপাশি কুমার বিশ্বজিৎসহ একাধিক শিল্পীর মিউজিক ভিডিওতে ছিলেন তিনি।
তবে ইদানীং আগের মতো মিউজিক ভিডিওতে দেখা যায় না লিয়ানাকে। কিন্তু কেন? উত্তরে তিনি বলেন, আগে মিউজিক ভিডিওতে ভালো কমফোর্টজোন ছিল। কিন্তু এখন উল্টোপাল্টা কাজ হচ্ছে এবং উল্টোপাল্টা মানুষজন এসেছে যে এই কমফোর্টটা নষ্ট হচ্ছে। এ কারণে আমি এখন শুধু ফ্যাশন মডেল হিসেবে কাজ করছি।
লিয়ানা বলেন, অনেকেই ডিরেকশনের কিছু জানে না, কিছু টাকা আছে বলে ডিরেক্টর হয়ে যাচ্ছে। টিকটক বা কেউ লাইভ করছে সেখান থেকে ডেকে এনে মডেল বানিয়ে দেয়া হচ্ছে। আবার নতুন সিঙ্গারকে নায়ক বানিয়ে মডেলিং হচ্ছে যে এক্টিং বা এক্সপ্রেশনের কিছুই বোঝে না। এসব কারণে নিজেকে মিউজিক ভিডিও থেকে অনেকটা দূরে রেখেছি।
এই মডেল আরও জানান, আগামীতে যদি পছন্দমত গায়ক এবং ডিরেক্টর পান, তাহলে আবার মিউজিক ভিডিওতে কাজ করবেন। নিজের রিলেশনশিপ স্ট্যাট্যাস প্রসঙ্গে আরও জানান, তিনি সিঙ্গেল নন।
বলেন, সবসময় প্রেমে থাকি। তাহলে কেন প্রেমিককে প্রকাশ্যে আনেন না? উত্তরে লিয়ানা বলেন, প্রেমিককে সামনে আনলে ভক্তদের ভালোবাসা কমে যায়। ফ্যানরা পছন্দ করে ড্রিমগার্ল হিসেবে। যখন বয়ফ্রেন্ডকে প্রকাশ্যে আনা হবে তখন বয়ফ্রেন্ডকে নানাভাবে হ্যারেজ করতে থাকবে। মানুষের বদনজর লেগে যায়। কিছু মানুষ থাকে যারা রিলেশনশিপ ভাঙার জন্য কাপলদের মধ্যে নেগেটিভ কথা ছড়ায়। এ কারণে সম্পর্ক অনেকটা টেকে না।
কথা প্রসঙ্গে লিয়ানা লিয়া বলেন, ছোটবেলা থেকে আমি ক্যাটরিনার অনেক বড় ফ্যান। ক্যাটরিনাকে দেখে মিডিয়াতে এসেছি। তার সবকিছু আমাকে মুগ্ধ করে। যখন ছোট ছিলাম তখন তার প্রতিটি কাজে মুগ্ধ ছিলাম এখনও আছি। ক্যাটরিনার কাজে অনুপ্রাণিত না হলে হয়তো মিডিয়াতে আসতাম না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।