বিনোদন ডেস্ক : কথায় বলে ‘সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়’। কথাটি যে একবারেই ভুল নয় তা প্রমাণ করেছেন আমান সিদ্দিকি। এই নাম বললে হয়তো নাও চিনতে পারেন। মনে আছে ‘ভূতনাথ’ ছবির কথা?
কথায় বলে ‘সময় চলিয়া যায়, নদীর স্রোতের প্রায়’। কথাটি যে একবারেই ভুল নয় তা প্রমাণ করেছেন আমান সিদ্দিকি। এই নাম বললে হয়তো নাও চিনতে পারেন। মনে আছে ‘ভূতনাথ’ ছবির কথা?
২০০৮ সালে মুক্তি পায় ওই ছবি। মুখ্য ভূমিকায় ছিলেন এই আমানই। ছবিতে তাঁর নাম ছিল ‘বঙ্কু ভাইয়া’ ওরফে বঙ্কু। আমান তখন নেহাতই একরত্তি।
তাঁর নীল চোখ, টোল পরা হাসি, আজও মনে আছে সকলের। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন আরও একজন। তিনি হলেন খোদ ভূতনাথ অমিতাভ বচ্চন।
স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে হাজির ছিলেন শাহরুখ খানও। ছিলেন জুহি চাওলা। আমান আর ছোটটি নেই। সময়ের সঙ্গে আজ তিনি হ্যান্ডসাম হাঙ্ক। কেমন দেখতে হয়েছে তাঁকে জানেন?
তাঁর প্রোফাইলে গেলে এখনও দেখা যায় সঙ্গীত চর্চার নামা ছবি। তবে অনুরাগীর সংখ্যা ১০ হাজারও না। কেন নিজেকে এভাবে আড়ালে নিয়ে গেলেন তিনি?
শোনা যায়, আপাতত তাঁর ফোকাস পড়াশোনা। সেখানেই মন দিতে চান তিনি। বাকি কোনওদিকে তাকানোর সময় যে তাঁর নেই। আগামী দিনে তিনি আবার অভিনয় জগতের ফিরবেন কিনা তা নিয়ে এখনই কিছু বলতে চাননি আমান।
ভূতনাথ ছবির প্রায় ১৬ বছর কেটে গিয়েছে। তবু ওই ছবি আজও লোকের মনে আছে। বৃদ্ধ অবস্থায় সন্তানকে কাছে না পাওয়ার যন্ত্রণা, ভূত হয়েও নিজস্ব পরিবার পাওয়ার আকুল কাতরতাই যেই নিখুঁত ভাবে ফুটিয়ে তোলা হয়েছিল এই ছবির মধ্যে দিয়ে।
বাংলাকে আর্থিকভাবে অবরুদ্ধ করার চেষ্টা চলছে, ক্যাগ রিপোর্টের বিরুদ্ধে সোচ্চার তৃণমূল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।