লাইফস্টাইল ডেস্ক : টক দই থেকে কফি, কোনও ঘরোয়া টোটকাই বগলের কালো ছোপ তুলতে পারছে না। আর বগলের বিশ্রী কালো ছোপ দিয়ে স্লিভলেস জামা পরা যায় না। ঘরোয়া টোটকা থেকে পার্লারের রেমেডি যখন ব্যর্থ হয়েছে, তখন কাজে লাগান অ্যাসিড। আজকাল রূপচর্চায় অ্যাসিডই সবচেয়ে বেশি ব্যবহার হয়।
দিনের পর দিন বগলের রোম তুলতে তুলতে কালো ছোপ পড়ে গিয়েছে। রিকা ওয়াক্স বা ব্রাজিলিয়ান ওয়াক্স করেও সেই ছোপ আর যাচ্ছে না। টক দই থেকে কফি, কোনও ঘরোয়া টোটকাই বগলের কালো ছোপ তুলতে পারছে না। আর বগলের বিশ্রী কালো ছোপ দিয়ে স্লিভলেস জামা পরা যায় না। ঘরোয়া টোটকা থেকে পার্লারের রেমেডি যখন ব্যর্থ হয়েছে, তখন কাজে লাগান অ্যাসিড। অ্যাসিড শুনে চমকে ওঠার কিছু নেই। আজকাল রূপচর্চায় অ্যাসিডই সবচেয়ে বেশি ব্যবহার হয়। আর বগলের কালো ছোপ তুলতে গ্লাইকোলিক অ্যাসিড কার্যকর।
গ্লাইকোলিক অ্যাসিড হল এক ধরনের আলফা-হাইড্রক্সি অ্যাসিড। এটি আখের রস থেকে তৈরি হয়। এটা খুবই হালকা প্রকৃতির হয়। অর্থাৎ, ত্বকে গ্লাইকোলিক অ্যাসিড মাখলে চিটচিট করে না। এটি ত্বকের ভিতরে প্রবেশ করে। মুলত, গ্লাইকোলিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে বগলের কালো ছোপ পরিষ্কার করে দেয়। পাশাপাশি ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য বজায় রাখে। নতুন কোষ বৃদ্ধিতেও সাহায্য করে গ্লাইকোলিক অ্যাসিড।
বগলের কালো ছোপকে হাইপারপিগমেন্টেশনও বলা হয়। এই অবস্থা থেকে মুক্ত হতে গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করুন। বাজারে গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত ক্রিম, টোনার, ময়েশ্চারাইজার সবই পেয়ে যাবেন। এগুলো আপনি সরাসরি বগলে প্রয়োগ করতে পারেন। এছাড়া আপনি গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত সিরাম ব্যবহার করতে পারেন।
বগলের উপর সরাসরি গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত সিরাম প্রয়োগ করুন। নিয়মিত এটি প্রয়োগ করলে বগলের কালো ছোপ চামড়ার মতো উঠে আসবে। সবচেয়ে ভাল হয় যদি টানা কয়েক দিন গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহারের পর স্ক্রাব করেন। এতে কালো ছোপ পরিষ্কার হয়ে যাবে। এছাড়া গ্লাইকোলিক অ্যাসিড বগলের ডিওডোরেন্ট হিসেবে কাজ করে। এটি ঘামের ব্যাকটেরিয়াকে ভেঙে দেয়। তাই ঘাম হলেও দুর্গন্ধ ছাড়ে না। এক্ষেত্রে আপনি গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত রোল-অনও ব্যবহার করতে পারেন।
গ্লাইকোলিক অ্যাসিড সংবেদনশীল ত্বকে ব্যবহার করা উচিত নয়। অত্যধিক মাত্রায় গ্লাইকোলিক অ্যাসিড ব্যবহার করলে ত্বকে জ্বালাভাব বাড়তে পারে। এছাড়া স্ক্রাবিং, ওয়াক্সিংয়ের পর বগলে গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত প্রসাধনী প্রয়োগ করবেন না। এতে প্রদাহ বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।