মালয়ালাম সিনেমার জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও অনাড়ম্বর জীবনযাপন করেন। ডিজিটাল যুগে যখন সবাই স্মার্টফোনে মগ্ন, তখন ফাহাদ ফাসিলের হাতে দেখা গেল একটি সাধারণ বাটন ফোন। আর সেই ফোন ঘিরেই শুরু হয়েছে আলোচনার ঝড়।
১৬ জুলাই ‘মলিউড টাইমস’ সিনেমার পূজা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে ফাহাদ ধরা দেন এক ভিডিওতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, ৪২ বছর বয়সী এই অভিনেতা হাতে ধরে আছেন একটি কিপ্যাড ফোন।
তবে সেই ফোনের দাম জানলে যে কেউ চমকে যাবেন। হিন্দুস্তান টাইমসের বরাতে জানা গেছে, এটি ব্রিটিশ বিলাসবহুল মোবাইল ব্র্যান্ড Vertu-এর ‘Ascent Retro Classic’ মডেল। ফোনটির দাম প্রায় ১১,৯২০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১০ লাখ টাকা!
ফোনটির বিশেষত্ব হচ্ছে এর বিলাসবহুল নির্মাণ। পুরোপুরি হাতে তৈরি এই ফোনটিতে রয়েছে টাইটানিয়াম বডি, স্যাফায়ার ক্রিস্টাল স্ক্রিন, হাতে সেলাই করা চামড়ার কভার এবং বেভেলড স্টেইনলেস স্টিল কিপ্যাড। ২০০৮ সালে এটি বাজারে ছাড়া হলেও বর্তমানে এই মডেলের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এমনকি Vertu-র ওয়েবসাইটেও এই ফোন এখন স্টকআউট।
ব্যক্তিগত জীবনে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকা এই অভিনেতা বর্তমানে ‘মলিউড টাইমস’-এর পাশাপাশি আরও কয়েকটি সিনেমায় অভিনয় করছেন। এর মধ্যে রয়েছে ‘মারিসান’, ‘ওড়ুম কুথিরা চাড়ুম কুথিরা’, ‘কারাতে চন্দ্রন’ এবং ‘প্যাট্রিয়ট’।
ফাহাদ ফাসিলের অনাড়ম্বর জীবনের এই ব্যতিক্রমী প্রযুক্তি ব্যবহার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে তার ভক্ত ও প্রযুক্তি প্রেমীদের মধ্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।