বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পরিষেবার পেমেন্ট না মেটানোর কারণে শুক্রকার প্লে স্টোর থেকে ১০টি অ্যাপ সরিয়ে নিয়েছিল গুগল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এসব অ্যাপ ভারতীয় ডেভেলপারদের বানানো। এ নিয়ে শনিবার ভারত সরকারের সঙ্গে বৈঠকের পর অ্যাপগুলো আবার ফেরানো হচ্ছে প্লে স্টোরে।
শনিবার বিশেষ বৈঠকে ভারতের প্রযুক্তি বিষয়ক মন্ত্রী অশ্বিনি বৈষ্ণবের সঙ্গে এ নিয়ে কথা বলেন গুগলের প্রতিনিধিরা। এরপরই এই সিদ্ধান্ত আসে।
পরিষেবার পেমেন্ট না মেটানোর কারণে ভারতীয় অ্যাপগুলোকে গত শুক্রবার প্লে স্টোর থেকে সরানো হয়েছে বলে এর আগে জানায় গুগল। মোট ১০টি অ্যাপকে সেখান থেকে সরিয়েছিল আমেরিকার তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ নিয়ে গুগলের বিরুদ্ধে সোচ্চার হয় ভারতীয় স্টার্টআপ প্রতিষ্ঠানগুলো।
গুগলের দাবি ছিল, ওই পেমেন্ট তাদের অ্যান্ড্রয়েড ব্যবস্থা ও প্লে স্টোরের সহায়ক পরিবেশ গড়তে সাহায্য করে। কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠিত সংস্থা ওই প্ল্যাটফর্ম বা মঞ্চ থেকে উপকৃত হলেও পেমেন্ট করেনি।
গুগল বলছে, বর্তমানে প্লে স্টোরের সঙ্গে দুই লাখের বেশি ভারতীয় ডেভেলপার যুক্ত। তারা প্রত্যেকেই পলিসি মেনে চলে। নিরাপদ প্ল্যাটফর্মের নিশ্চয়তা দিতেই এই পলিসি মেনে চলতে বলা হয়। কিন্তু অতিরিক্ত সময় দেওয়ার পরও ১০টি কোম্পানি প্লে স্টোরকে কোনো বকেয়া অর্থ দেয়নি।
এই ডেভেলপারদের তিন বছরের বেশি সময় দেওয়া হয়েছিল বলে জানায় গুগল। সেই কারণেই এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল তারা।
সরিয়ে দিয়ে আবার রিস্টোর করা অ্যাপগুলোর নাম প্রকাশ না করলেও এদের মধ্যে নকরি, শাদি, ম্যাট্রিমনি ডটকম, ভারত ম্যাট্রিমনি, অডিয়ো অ্যাপ কুকু এফএম ও দু’একটি ডেটিং অ্যাপ রয়েছে বলে এক প্রতিবেদনে জানায় আরেক সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।