নন্দিত অভিনেতা আফজাল হোসেনের জন্মদিন আজ

আফজাল হোসেন

বিনোদন ডেস্ক : নন্দিত অভিনেতা, নির্মাতা, লেখক ও চিত্রশিল্পী আফজাল হোসেনের জন্মদিন আজ (১৯ জুলাই)। ১৯৫৪ সালের আজকের দিনেই পৃথিবীর আলো দেখেছেন তিনি। জীবনের ৬৮ বসন্ত পেরিয়ে ৬৯ পা রাখলেন এই অভিনেতা।

আফজাল হোসেন

জন্মদিন প্রসঙ্গে আফজাল হোসেন বলেন, নিজের জন্মদিন নিয়ে খুব বেশি কিছু আকাঙ্ক্ষা কখনোই থাকে না। প্রিয় কিছু মানুষ দিনটি উদযাপন করার চেষ্টা করেন। তারা আমাকে ভালোবাসেন বলেই এ কাজটি করেন। জন্মদিনে সবার কাছে দোয়া চাই।

১৯৫৪ সালের ১৯ জুলাই সাতক্ষীরার পারুলিয়ায় জন্মগ্রহণ করেন আফজাল হোসেন। চারুকলায় পড়ার সময় ঢাকা থিয়েটারের মাধ্যমে মঞ্চে কাজ শুরু করেন। সত্তর দশকের শেষ দিকে টেলিভিশন জগতে পা রেখে অভিনয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি। আশির দশকে আফজাল হোসেন হয়ে উঠেন টেলিভিশন নাটকের জনপ্রিয় এক নাম। এ ছাড়া চলচ্চিত্রেও প্রশংসা কুড়িয়েছেন গুণী এই অভিনেতা।

মডেলিং ও বিজ্ঞাপনচিত্রকে শিল্প পর্যায়ে প্রতিষ্ঠিত করার ব্যাপারে অনেক অবদান রয়েছে এই তারকার। একটি পণ্যকে ভোক্তার কাছে উপস্থাপন করার যে পথ তিনি দেখিয়েছেন, সে পথ ধরেই বাংলাদেশের বিজ্ঞাপনচিত্রের আজ এতো দূর এগিয়ে আসা।

বহুমুখী প্রতিভার অধিকারী এই শিল্পীর রুচিবোধ, পোশাকের স্টাইল, নিজেকে উপস্থাপনের ভঙ্গি সবই অনুকরণীয় নবীনদের কাছে। আজও তরুণদের ফ্যাশন আইকন হিসেবে অনুসরণীয় হয়ে আছেন আফজাল হোসেন।

জীবনের শেষ পর্যায়ে মানুষ যে ৬টি বিষয় নিয়ে আফসোস করে

আশির দশকে তার অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘কুল নাই কিনার নাই’, ‘পারলে না রুমালি’, ‘জোহরা’, ‘ওহ দেবদুত’, ‘রক্তের আঙ্গুরলতা’ ইত্যাদি।