আন্তর্জাতিক ডেস্ক : একুশ বছরের রুবি জেড নিজেকে একজন ‘প্রফেশনাল সঙ্গী’ হিসেবে পরিচয় দেন। মাত্র দু’মাসেই তিনি পেয়েছেন প্রায় ৩ লাখ টাকা মূল্যের উপহার, শুধুমাত্র ক্লায়েন্টদের সময় দেওয়ার বিনিময়ে। পার্টি, ডিনার ডেট, এমনকি বিদেশ সফরেও তাঁকে আমন্ত্রণ জানানো হচ্ছে।
রুবি জানিয়েছেন, তাঁর পরিষেবার মধ্যে শুধু বন্ধুত্বপূর্ণ সঙ্গ দেওয়া অন্তর্ভুক্ত। হাতে হাত ধরা কিংবা আকর্ষণীয় পোশাক পরাই ক্লায়েন্টদের বেশি পছন্দ! এমনকি, একজন চীনা ক্লায়েন্ট প্রতি সপ্তাহে ৫,০০০ টাকা খরচ করছেন, যাতে রুবি চীনা ভাষার ক্লাস নিতে পারেন।
আজকের আবহাওয়া : সকল বিভাগে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির পূর্বাভাস
তবে অনেকের ভুল ধারণা ভেঙে দিয়ে রুবি স্পষ্ট জানিয়েছেন, সীমার বাইরে কিছুই তিনি করেন না। তাঁর মতে, ক্লায়েন্টদের জন্য কেবল বন্ধুত্বপূর্ণ সঙ্গ দেওয়াই এই পরিষেবার মূল বিষয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।