আন্তর্জাতিক ডেস্ক : জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অর্ধেক বিছানা ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক তরুণী। এ নিয়ে ফেসবুকের মার্কেটপ্লেসে বিজ্ঞাপনও দিয়েছেন তিনি। পরে অবশ্য বিজ্ঞাপনটি ডিলিট করে দিয়েছেন ওই তরুণী। ঘটনাটি ঘটেছে কানাডার টরন্টোতে।
ফেসবুক থেকে মুছে ফেলা ওই বিজ্ঞাপনটিতে বলা হয়, মাস্টার বেডরুম এবং একটি বিছানা শেয়ার করার জন্য একজন সহজ-সরল নারী খুঁজছি। এর আগেও আমি একজনের সঙ্গে বেডরুম শেয়ার করেছি। তাঁকে আমি ফেসবুক থেকে পেয়েছিলাম। এটা খুব ভাল কাজ করেছিল।
বিজ্ঞাপনের টাইটেলে বলা হয়, একটি লেকমুখী ভবনে বেডরুম ভাড়া দেওয়া হবে। এর বিনিময়ে একজনকে খরচ করতে হবে ৯০০ কানাডিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭১ হাজার ৮০০ টাকা)।
স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজ টরন্টোকে জানায়, ফেসবুকে এমন বিজ্ঞাপন দেওয়া তরুণীর নাম ইটিংগার।
এ বিজ্ঞাপন সম্পর্কে ওই তরুণী বলেন, আপনি ভেবেছিলেন টরন্টো বাজারের অবস্থা খারাপ হতে পারে না, তবে এটি হয়েছে। বিছানা ভাড়া দেওয়ার ঘটনা অনেক লোক ঘৃণা করলেও এতে অবাক হওয়ার কিছু নেই।
এদিকে বিছানা ভাড়া দেওয়ার ওই বিজ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। একজন ব্যবহারকারী বিজ্ঞাপনটির কমেন্টে লেখেন, ‘বেডরুম শেয়ার করলে একাকিত্ব কাটবে। এটি একটি সুবিধা।’
বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল বাসা ভাড়া হলো কানাডায়। নিউইয়র্ক পোস্ট জানায়, এক বেডরুমের একটি বাসার জন্য টরন্টোতে প্রতি মাসে দুই হাজার ৬১৪ ডলার (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮৯ হাজার ডলার টাকা) খরচ করতে হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।