স্পোর্টস ডেস্ক : দিনটা ছিল ২০২১ সালের ২৪ নভেম্বর, জিম্বাবুয়ে সিরিজ থেকে হুট করেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটার অনেকটা অভিমান করেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে মাহমুদউল্লাহর এমন সিদ্ধান্তকে ভুল বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
এক সাক্ষাৎকারে খালেদ মাহমুদ সুজন বলেন, টেস্ট থেকে মাহমুদউল্লাহর বিদায় নেওয়াটা ভুল ছিল। আমি রিয়াদকে অনুরোধ করেছিলাম টেস্টে ব্যাক করার জন্য।
এদিকে তামিমের হুট করে অবসরের সিদ্ধান্তর পর বড় ভাই নাফিস ইকবালকে ফোন করেছিলেন বলে জানান সুজন। তিনি বলেন, নাফিস (তামিমের ভাই) বলল আমাকে সে (তামিম) কারও সঙ্গে কথা বলতে চায় না। কেউ যদি কথা বলতে না চায়, দিন শেষে আমাদের সবারই একটা সম্মান আছে। আমি তামিমের সিনিয়র ক্রিকেটার, তামিমের আগে দেশকে প্রতিনিধিত্ব করেছি, অধিনায়কও ছিলাম।
চলতি বিপিএলে মাশরাফীর বিপিএল খেলা টুর্নামেন্টের ইমেজ সংকট তৈরি করে আকরাম খানের এমন মন্তব্যের জবাব দিয়েছেন খালেদ মাহমুদ। তিনি বলেন, মাশরাফী এখন জাতীয় দলে খেলছে না। ফ্র্যাঞ্চাইজি যেহেতু চাচ্ছে সে খেলুক। এই ফিটনেস যদি সে খেলতে পারে আমি কোনো ভুল দেখি না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।