জুমবাংলা ডেস্ক : ২০০ বছর আগের তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কার একটি সীমানা পিলার দিনাজপুরের বিরামপুরে পুকুর হতে উদ্ধার করা হয়েছে। একই দিনে বিরামপুরের একটি বাড়ি থেকে একটি পাথরের শিব লিঙ্গ উদ্ধার করা হয়।
মঙ্গলবার দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ২নং ওয়ার্ডের জোলাগাড়ী লুৎফর রহমানের পুকুরে মাছ ধরার সময় সীমানা পিলার এবং উপজেলার দোসরা পলাশবাড়ী এলাকার শ্যাম বর্মনের বাড়ি থেকে শিবলিঙ্গ উদ্ধার করা হয়।
বিরামপুর থানার উপ-পরিদর্শক তুহিন নন্দি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জোলাগাড়ী এলাকার লুৎফর রহমানের পুকুরে কয়েকজন জেলে মাছ ধরতে নামেন। এসময় জালের মধ্যে সীমানা পিলার আটকা পড়ে। জাল ওপরে ওঠানোর পর সীমানা পিলার দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে সেটি থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, স্থানীয়দের দেওয়া খবরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের একটি সীমানা পিলার এবং একটি শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে। বর্তমানে সেগুলো থানা হেফাজতে রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।