জুমবাংলা ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ির সীমান্তের নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে বিরল প্রজাতির লজ্জাবতি বানর উদ্ধার করেছে পুলিশ। বিরল প্রজাতির এ বানরটি গতকাল বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় উদ্ধার করা হয়। উদ্ধারের পর বানরটিকে গারো পাহাড়ের বনবিভাগের মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কমকর্তা রফিকুল ইসলাম জানান, বানরটিকে মুধুটিলা ইকোপার্কে অবমুক্ত করা হবে।
এ ব্যাপারে শেরপুর জেলার নালিতাবাড়ির নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন চাড়ালি বাজারের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় আমার বাড়ির একটি পেয়ারা গাছে বানরটি প্রথমে দেখতে পাই। পরে বিষয়টি এলাকার লোকজনের মধ্যে জানাজানি হয়ে গেলে বানরটিকে দেখতে লোকজন ভিড় করে।
তিনি বলেন, এসময় বানরটিকে কেউ চিহ্নিত করতে পারেনি। কেউ ভল্লুক ছানা, কেউ বলে পান্ডা, আবার কেউ বলে বানর ইত্যাদি। পরে ৯৯৯ এ ফোন দিলে নালিতাবাড়ি থানা পুলিশ এসে বানরটি উদ্ধার করে। উদ্ধারকৃত লজ্জাবতী বানরটিকে মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে মধুটিলা রেঞ্জের রেঞ্জার রফিকুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া প্রাণীটি লজ্জাবতি বানর। এ প্রজাতির বানর সচরাচর গারো পাহাড় এলাকায় দেখা যায় না। কিছু দিন আগেও এরকম একটি বানর উদ্ধার করা হয়েছিল এই এলাকায়। এ ধরনের বানর দিনে দেখতে পায় না। বানরটিকে আমরা ইকোপার্কে অবমুক্ত করে দিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।