Advertisement
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০,২৪৮ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩০ দশমিক ২৪ বিলিয়ন ডলার। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।
রোববার (১০ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১০ আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০,২৪৮ দশমিক ১১ মিলিয়ন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুসারে রিজার্ভের পরিমাণ ২৫,২৩২ দশমিক ৩৩ মিলিয়ন ডলার।
এর আগে ৬ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০,০৭৭ দশমিক ৬৫ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৫,০৫৭ দশমিক ৮৭ মিলিয়ন ডলার।
উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ পরিমাপ পদ্ধতিতে নিট রিজার্ভ হিসাব করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে পাওয়া যায় নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।